Poco C85 5G ভারতে লঞ্চের আগে উপস্থিত হল গুগল প্লে কনসোলে, কি ফিচার থাকবে

Poco C85 ইতিমধ্যেই বিশ্ব বাজারে পা রেখেছে এবং শীঘ্রই ডিভাইসটি ভারতে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। সম্প্রতি হ্যান্ডসেটটি একটি সার্টিফিকেশন প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত হয়েছে। লিস্টিংটি স্মার্টফোনটির নাম নিশ্চিত করেছে। পাশাপাশি এর কিছু স্পেসিফিকেশন সামনে এসেছে। জানা গেছে Poco C85 5G হ্যান্ডসেটে সেলফি ক্যামেরার জন্য ওয়াটারড্রপ-স্টাইলের নচ থাকবে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট ব্যবহার করা হবে।
Poco C85 5G উপস্থিত হল গুগল প্লে কনসোল সাইটে
টেক আউটলুকের তাদের প্রতিবেদনে জানিয়েছে, আসন্ন Poco C85 5G ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের মডেল নম্বর 2508CPC2BI। এখানে ‘I’ লেটারের মাধ্যমে ভারতীয় ভ্যারিয়েন্টকে নির্দেশ করা হয়েছে। হ্যান্ডসেটটির কোডনেম “টর্নেডো” রাখা হয়েছে বলে জানা গেছে।
সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে, Poco C85 5G ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট দ্বারা চালিত হবে, যার মডেল নম্বর MT6835। এতে অক্টা-কোর আর্কিটেকচার উপস্থিত, যার মধ্যে দুটি আর্ম কর্টেক্স এ৭৬ কোর এবং ছয়টি আর্ম কর্টেক্স এ৫৫ কোর রয়েছে। সাথে থাকবে আর্ম মালি-জি৫৭ জিপিইউ এবং ৪ জিবি RAM।
Poco C85 5G এর অন্যান্য ফিচার ও ডিজাইন
Poco C85 5G এর ভারতীয় ভ্যারিয়েন্ট অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলবে। এতে ৭২০ x ১৬০০ পিক্সেল রেজোলিউশনের ডিসপ্লে থাকবে।
গুগল প্লে কনসোল থেকে পোকো সি৮৫ ৫জি এর ডিজাইন সম্পর্কেও ধারণা পাওয়া গেছে। এর তিন দিকে পাতলা বেজেল সহ ফ্ল্যাট ডিসপ্লে থাকবে বলে মনে হচ্ছে। আর নীচের বেজেলটি কিছুটা মোটা হতে পারে। সামনে ওয়াটারড্রপ-স্টাইলের নচ দেখতে পাওয়া যাবে। পাওয়ার এবং ভলিউম বোতামগুলি ডান দিকে রাখা হবে।
