Nothing Phone (3a) Lite ইউনিক ডিজাইন ও দুর্দান্ত ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল, দাম শুরু 20999 টাকা থেকে

লন্ডন ভিত্তিক প্রযুক্তি কোম্পানি নার্থিং তাদের নতুন বাজেট স্মার্টফোন, Nothing Phone (3a) Lite আজ ভারতে লঞ্চ করল। এই ডিভাইসে ট্রান্সপারেন্ট ডিজাইন এবং গ্লাইফ ইন্টারফেস পাওয়া যাবে। ভারতে এর দাম শুরু হয়েছে প্রায় ২০,০০০ টাকা থেকে। এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৩০০০ নিট ব্রাইটনেসের AMOLED ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রো চিপসেট ও ৫০০০ এমএএইচ ব্যাটারি। আসুন Nothing Phone (3a) Lite এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Nothing Phone (3a) Lite‌ এর দাম ও অফার

Nothing Phone (3a) Lite এর ৮ জিবি RAM + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ২০,৯৯৯ টাকা। আর ৮ জিবি RAM + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ২২,৯৯৯ টাকা। তবে লঞ্চ অফারে আরও সস্তায় ডিভাইসটি কেনা যাবে।

ব্যাঙ্ক অফারের কথা বললে, প্রথম সেলে নার্থিং ফোন (৩এ) লাইট এর দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১,০০০ টাকা ছাড়ে পাওয়া যাবে। আগামী ৫ ডিসেম্বর ফোনটির বিক্রি শুরু হবে এবং ফ্লিপকার্ট, বিজয় সেলস, ক্রোমা এবং বড় বড় রিটেল স্টোর থেকে এটি কেনা যাবে। ডিভাইসটি তিনটি রঙে লঞ্চ হয়েছে- সাদা, কালো এবং নীল।

Nothing Phone (3a) Lite‌ ফিচার এবং স্পেসিফিকেশন

Nothing Phone (3a) Lite হ্যান্ডসেটের সামনে দেখা যাবে ৬.৭৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং ব্রাইটনেস ৩০০০ নিট পর্যন্ত। এতে ট্রুলেন্স ইঞ্জিন ৪.০ সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা উপস্থিত, যা ৪কে ভিডিও রেকর্ড করতে পারে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পারফরম্যান্সের জন্য, এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রো চিপসেট ব্যবহার করা হয়েছে, যার সাথে ৮ জিবি ফিজিক্যাল র‍্যাম এবং ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট করবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Nothing Phone (3a) Lite‌ স্মার্টফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পাশাপাশি রয়েছে গ্লাইফ লাইট সিস্টেম, IP54 রেটিং, স্টেরিও স্পিকার, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক নাথিং ওএস ৩.৫ কাস্টম স্কিন।