Realme P4x 5G তিনটি কালার অপশনে 4 ডিসেম্বর ভারতে লঞ্চ হচ্ছে, Flipkart থেকে কেনা যাবে

Realme P4x 5G ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভারতে লঞ্চ হতে চলেছে। কোম্পানির তরফে সম্প্রতি ফোনটির আগমনের তারিখ ঘোষণা করা হয়েছে। ডিভাইসটির মাইক্রোসাইট ইতিমধ্যেই Flipkart-এ লাইভ হয়েছে। অর্থাৎ লঞ্চের পর হ্যান্ডসেটটি এই ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে কেনা যাবে। এই মাইক্রোসাইট থেকে আজ Realme P4x 5G এর কালার অপশন এবং ডিজাইন প্রকাশ করা হয়েছে। স্মার্টফোনটি তিনটি কালার অপশনে পাওয়া যাবে।
Realme P4x 5G এর লঞ্চের তারিখ ও কালার অপশন
ফ্লিপকার্টের মাইক্রোসাইট থেকে জানা গেছে যে, Realme P4x 5G ভারতে সাদা, সবুজ এবং গোলাপী রঙে মিলবে। এই ফোনটি ৪ ডিসেম্বর দুপুর ১২ টায় এদেশে লঞ্চ হবে।
Realme P4x 5G এর স্পেসিফিকেশন ও ফিচার (সম্ভাব্য)
রিয়েলমি পি৪এক্স ৫জি স্মার্টফোনের পিছনে ৫০ মেগাপিক্সেল AI ক্যামেরা থাকবে, যা 4K রেজোলিউশন পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবে। এটি MIL-STD 810H সার্টিফিকেশন সহ আসবে। হ্যান্ডসেটটি ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ সহ পাওয়া যেতে পারে।
এতে ১০ জিবি ভার্চুয়াল র্যাম সাপোর্ট করবে, যার ফলে মোট র্যাম হবে ১৮ জিবি। পাওয়ার ব্যাকআপের জন্য Realme P4x 5G স্মার্টফোনে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। কোম্পানি দাবি করেছে যে এই ব্যাটারি ৯ ঘন্টা পর্যন্ত গেম খেলতে দেবে এবং ২০.৬ ঘন্টা ভিডিও দেখতে হবে। পারফরম্যান্সের জন্য এতে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ আল্ট্রা ৫জি চিপসেট ব্যবহার করা হবে।
ইতিমধ্যেই জানা গেছে, AnTuTu বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে ফোনটি ৭৮০,০০০ এরও বেশি পয়েন্ট পেয়েছে। এতে ১৪৪ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট এবং ১০০০ নিট পর্যন্ত ব্রাইটনেসের ডিসপ্লে থাকবে। তাপ নিয়ন্ত্রণের জন্য এতে ৫৩০০ বর্গ মিমি ভিসি ফ্রস্টকেয়ার কুলিং সিস্টেম থাকবে।
