200 মেগাপিক্সেল ক্যামেরা সহ Honor Magic 8 Pro গ্লোবাল মার্কেটে লঞ্চ হল, রয়েছে 7100mAh ব্যাটারি

গত মাসে চীনে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট সহ লঞ্চ হয়েছিল Honor Magic 8 Pro। এবার স্মার্টফোনটি মালয়েশিয়ার বাজারে এল। তবে এর চীনা ভার্সনে যেখানে ৭,২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, সেখানে গ্লোবাল ভার্সনের ৭,১০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। আর গ্লোবাল মডেলে ১২০ ওয়াটের পরিবর্তে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। যদিও ব্যাটারি এবং চার্জিং স্পিড ছাড়া উভয় মডেলের অন্যান্য সমস্ত স্পেসিফিকেশন একই রকম রয়েছে। আসুন Honor Magic 8 Pro এর দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Honor Magic 8 Pro এর দাম ও কালার অপশন
মালয়েশিয়ায় Honor Magic 8 Pro এর ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৪,৫৯৯ রিঙ্গিত (প্রায় ৯৯,০০০ টাকা)। আবার এর ১৬ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ মডেলের দাম ৫,১৯৯ রিঙ্গিত (প্রায় ১,১২,০০০ টাকা) রাখা হয়েছে। এটি ব্ল্যাক, সানরাইজ গোল্ড এবং স্কাই সায়ান কালার অপশনে পাওয়া যাবে।
Honor Magic 8 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার
অনার ম্যাজিক ৮ প্রো এর গ্লোবাল ভ্যারিয়েন্টে ৭১০০ এমএএইচ ব্যাটারি উপস্থিত। এই ব্যাটারি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৮০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক ম্যাজিকওএস ১০ কাস্টম স্কিনে চলে। এর সামনে ৬.৭১ ইঞ্চি ১.৫কে (১২৫৬×২৮০৮ পিক্সেল) LTPO OLED ডিসপ্লে আছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ পর্যন্ত এবং ব্রাইটনেস ৬০০০ নিটস পর্যন্ত। পারফরম্যান্সের জন্য এতে অ্যাড্রেনো ৮৪০ জিপিইউ সহ স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট ব্যবহার করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Honor Magic 8 Pro মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৩.৭এক্স অপটিক্যাল জুম এবং ১০০এক্স ডিজিটাল জুম সহ ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৫০ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫০ মেগাপিক্সেল সেলফি শ্যুটার এবং ৩ডি ডেপথ সেন্সর রয়েছে।
Honor Magic 8 Pro মডেলে ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৬৮, আইপি৬৯ এবং আইপি৬৯ কে রেটেড বিল্ড উপস্থিত। সিকিউরিটির জন্য এতে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে।

