ফাটাফাটি গেমিং ফোন OnePlus Ace 6T লঞ্চ হচ্ছে 3 ডিসেম্বর, থাকবে 165fps গেমপ্লে সাপোর্ট

OnePlus Ace 6T আগামী ৩ ডিসেম্বর লঞ্চ হতে চলেছে। লঞ্চের আগে, কোম্পানি নিশ্চিত করেছে যে ফোনটি বেশ কয়েকটি গেমের জন্য ১৬৫ এফপিএস গেমপ্লে অফার করবে। জানা গেছে এই ফোনে League of Legends: Wild Rift, KartRider Rush+, এবং Clash of Clans এর মতো গেম ১৬৫ এফপিএসে চলবে। এর পাশাপাশি কোম্পানি জানিয়েছে যে তারা Genshin Impact-এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে। ব্যবহারকারীরা OnePlus Ace 6T স্মার্টফোনে Genshin Impact সম্পূর্ণরূপে উপভোগ করতে পারবেন।

OnePlus Ace 6T এর গেমিং সফটওয়্যার টিউন করা হয়েছে

ওয়ানপ্লাস বলেছে তাদের আসন্ন স্মার্টফোনের গেমিং সফটওয়্যারটি ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট ডিসপ্লের সাথে মানানসই করে টিউন করা হয়েছে। এতে নতুন স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ চিপ থাকবে, যা নতুন ৩ এন‌এম প্রসেসর হবে। এতে দুটি প্রাইম কোর উপস্থিত যা ৩.৮ গিগাহার্টজ ক্লক স্পিড অফার করবে এবং ছয়টি পারফরম্যান্স কোর ৩.৩২ গিগাহার্টজ পর্যন্ত ক্লক স্পিড অফার করবে। এতে ৩৬০ ডিগ্রি সার্উন্ড হাই-পারফরম্যান্স অ্যান্টেনা সিস্টেম থাকবে।

অ্যান্টেনা অ্যান্টি-ব্লকেজ ডিজাইন দেখা যাবে

ওয়ানপ্লাস বলেছে, নিরবচ্ছিন্ন সিগন্যালের জন্য OnePlus Ace 6T ডিভাইসে বিশেষ অ্যান্টেনা অ্যান্টি-ব্লকেজ ডিজাইন থাকবে। এটি শ্যাডো গ্রিন, ইলেকট্রিক পার্পল এবং ফ্ল্যাশ ব্ল্যাক কালার অপশনে আসবে। এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হবে ৮৩০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

IP66/IP68/IP69/IP69K ডাস্ট এবং ওয়াটারপ্রুফ রেটিং সহ আসবে

OnePlus Ace 6T হ্যান্ডসেটটি IP66/IP68/IP69/IP69K ডাস্ট এবং ওয়াটারপ্রুফ রেটিং সহ আসবে। এতে ওপ্পো ক্রিস্টাল শিল্ড গ্লাস ব্যবহার করা হবে। গেমিংয়ের জন্য এতে Lingxi Touch চিপ থাকবে।