Snapdragon প্রসেসর ও 16 জিবি র‌্যাম সহ বাজারে আসছে Motorola Edge 70 Ultra

Motorola Edge 70 Ultra শীঘ্রই বাজারে আসতে চলেছে। যদিও ফোনটির লঞ্চের তারিখ এখনও সামনে আসেনি। তবে টিপস্টার ইভান ব্লাস এই ফোন সম্পর্কে বেশ কিছু তথ্য ফাঁস করেছেন। টিপস্টারের মতে, ফোনটির কোডনেম রাখা হয়েছে ‘উরুস’। আর Motorola Edge 70 Ultra ডিভাইসে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ চিপসেট। আর হ্যান্ডসেটটির মডেল নম্বর থাকবে XT2603-1। কয়েকদিন আগে এই মডেল নম্বর সহ একটি স্মার্টফোনকে বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে একই চিপসেট সহ দেখা গিয়েছিল।

আগামী বছরের প্রথম নন-ফোল্ডিং আল্ট্রা ফোন

চলতি বছরে Motorola এখনও Edge 60 Ultra মডেলটি বাজারে আনেনি। তাই বলতে দ্বিধা নেই যে, Edge 70 Ultra সাম্প্রতিক বছরগুলিতে মোটোরোলার প্রথম নন-ফোল্ডিং আল্ট্রা ফোন হতে চলেছে। মনে করা হচ্ছে যে এই ফোনটি এজ ৭০-এর রেগুলার ভার্সনের উপরে এবং Razr Ultra 2026 এর নীচে অবস্থান করবে। এতে স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ প্রসেসর দেওয়া হবে, যেটি ৩ এনএম প্রক্রিয়ার উপর নির্মিত।

দৈনন্দিন কাজ, মাল্টিটাস্কিং এবং ভারী কাজের চাপ সামলাতে পারদর্শী

কোয়ালকম বলেছে যে, দৈনন্দিন কাজ, মাল্টিটাস্কিং এবং ভারী কাজের চাপ সামলানোর জন্য স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ এর থেকে অনেকটা এগিয়ে জেন ৫। আরও ভালো গেমিং অভিজ্ঞতার জন্য এতে আপডেটেড অ্যাড্রেনো জিপিইউ রয়েছে। এর হেক্সাগন এনপিইউ ডিভাইসে AI ফিচারগুলি ভালোভাবে ব্যবহার করতে দেবে।

Motorola Edge 70 Ultra এর অন্যান্য ফিচার

Edge 70 Ultra এর ক্যামেরা চমৎকার হবে বলে আশা করা হচ্ছে। এতে ট্রিপল ২০ বিট পাইপলাইন, বড় ফটো ক্যাপচার, ৪কে উচ্চ ফ্রেম রেট রেকর্ডিং, ৮কে প্লেব্যাক এবং HDR ফিচার অন্তর্ভুক্ত থাকবে। এর পাশাপাশি পাওয়া যাবে ১৬ জিবি র‌্যাম এবং অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম। এই ফোনে ওএলইডি ডিসপ্লে থাকবে, যা ১.৫কে রেজোলিউশন অফার করবে। ডিভাইসটির রিয়ার ক্যামেরা সেটআপে একটি পেরিস্কোপ টেলিফটো লেন্সও দেওয়া হবে।