Oppo A6x গ্লোবাল মার্কেটে 6500mAh ব্যাটারি ও দুর্দান্ত ডিসপ্লে সহ লঞ্চ হল, দাম প্রায় 9 হাজার টাকা

ওপ্পো আজ আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ার বাজারে Oppo A6x স্মার্টফোনটি লঞ্চ করেছে। এর দাম রাখা হয়েছে প্রায় ৯,০০০ টাকার কাছাকাছি। এটি একটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এবং দুটি কালার অপশনে পাওয়া যাবে। ফিচারের কথা বললে Oppo A6x ডিভাইসে পাওয়া যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ ৪জি প্রসেসর, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৫ ইঞ্চি ডিসপ্লে, ৬৫০০ এমএএইচ ব্যাটারি ও ১৩ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
দাম ও কালার অপশন
Oppo A6x এর ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৯৯ রিঙ্গিত, যা প্রায় ৮,৭০০ টাকার সমান। এটি কোম্পানির ওয়েবসাইটে নো-কস্ট ইএমআই সহ পাওয়া যাচ্ছে। ক্রেতারা তিনটি কিস্তিতে ১৩৩ রিঙ্গিত দিয়ে ডিভাইসটি কিনতে পারবেন। এটি আইস ব্লু এবং প্লাম পার্পল কালার অপশনে এসেছে।
Oppo A6x এর স্পেসিফিকেশন ও ফিচার
ডুয়েল সিমের Oppo A6x স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালার ওএস ১৫ কাস্টম স্কিনে চলে। এর সামনে দেখা যাবে ৬.৭৫ ইঞ্চি ডিসপ্লে, যা ১১২৫ নিট ব্রাইটনেস ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ ৪জি চিপসেট। এতে ট্রিনিটি ইঞ্জিন, লুমিনাস রেন্ডারিং ইঞ্জিন, এআই গেমবুস্ট ২.০ এবং এআই লিঙ্কবুস্ট ৩.০ সাপোর্ট করবে। এই ফোনে মোট ৬ জিবি র্যাম পাওয়া যাবে, যার মধ্যে ৪ জিবি ফিজিক্যাল ও ২ জিবি ভার্চুয়াল র্যাম।
ফটোগ্রাফির জন্য Oppo A6x এর পিছনে ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার প্রাইমারি ক্যামেরা উপস্থিত, যার সাথে পোর্ট্রেট মোড, এআই পোর্ট্রেট রিটাচিং, এআই পারফেক্ট শট, এআই রিকম্পোজ এবং এআই ইরেজার ২.০ এর মতো ফিচার সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৩.৩ ঘন্টা পর্যন্ত ভিডিও দেখতে, ৯.৬ ঘন্টা পর্যন্ত MOBA গেম খেলতে, ৩৮.২ ঘন্টা পর্যন্ত স্ক্রিন-অফ কল টাইম এবং মোট ৮৮০ ঘন্টা স্ট্যান্ডবাই টাইম দেবে।
অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে IP64-রেটেড ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স, আউটডোর মোড ২.০, গ্লোভটাচ এবং থেফট প্রোটেকশন।
জানিয়ে রাখি, Opoo A6x স্মার্টফোনের 5G ভ্যারিয়েন্টও শীঘ্রই আসছে এবং এটি ভারত এবং গ্লোবাল মার্কেটে পাওয়া যাবে।