Vivo X300 Ultra আগামী বছরের শুরুতে বাজারে আসছে, ৭০০০mAh ব্যাটারি সহ থাকবে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা

শীঘ্রই চীনে লঞ্চ হতে চলেছে Vivo X300 Ultra। যদিও কোম্পানির তরফে স্মার্টফোনটির লঞ্চের তারিখ এখনও নিশ্চিত করা হয়নি, তবে গত কয়েক সপ্তাহ ধরে অনলাইনে একের পর এক ডিভাইসটি সম্পর্কে নানারকম তথ্য সামনে আসছে। সম্প্রতি এক টিপস্টার Vivo X300 Ultra ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ফাঁস করেছে। তিনি এর লঞ্চের সময়ও জানিয়েছেন। এর আগে অক্টোবরে এই সিরিজের Vivo X300 এবং X300 Pro মডেল দুটি চীনে লঞ্চ হয়েছিল।

Vivo X300 Ultra এর লঞ্চের টাইমলাইন

টিপস্টার স্মার্ট পিকাচু তার ওয়েইবো পোস্টে বলেছে যে, আসন্ন Vivo X300 Ultra মডেলটি ২০২৬ সালের প্রথম কোয়ার্টারে, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চের মধ্যে চীনে লঞ্চ হতে পারে। যেখানে Vivo X200 Ultra এই বছরের এপ্রিলে দেশের বাজারে আত্মপ্রকাশ করেছিল।

জানিয়ে রাখি, অক্টোবরে চীনে Vivo X300 এবং X300 Pro লঞ্চ হয়েছিল, তাই ২০২৬ সালের প্রথম কোয়ার্টারে Vivo X300 Ultra মডেলের লঞ্চ প্রত্যাশার চেয়ে কিছুটা আগে হবে বলে জানা গেছে।

Vivo X300 Ultra এর স্পেসিফিকেশন (ফাঁস)

টিপস্টার আরও জানিয়েছেন যে Vivo X300 Ultra মডেলে ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। যেখানে X200 Ultra ডিভাইসে ছিল ৬০০০ এমএএইচ ব্যাটারি। পারফরম্যান্সের জন্য এতে অক্টা কোর স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট ব্যবহার করা হবে। এই হ্যান্ডসেটে ৬.৮ ইঞ্চি ২কে ডিসপ্লে, ট্রিপল-রিয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে, যার মধ্যে দুটি ২০০ মেগাপিক্সেল সেন্সর দেওয়া হবে। এর মধ্যে একটি Sony-এর নতুন LYTIA 901 সেন্সর থাকবে।