Poco C85 5G আগামী সপ্তাহে 6000mAh ব্যাটারি ও তিনটি কালার অপশন সহ লঞ্চ হচ্ছে

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভারতে আসছে Poco C85 5G। সম্প্রতি এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি এবং চার্জিং স্পেসিফিকেশন টিজ করা হয়েছে। যদিও এর চিপসেট, দাম এবং ক্যামেরা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে এই হ্যান্ডসেটের জন্য ইতিমধ্যেই ডেডিকেটেড একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে। যেখান থেকে Poco C85 5G এর কালার অপশন, ডিজাইন এবং ব্যাটারি ব্যাকআপ প্রকাশ করা হয়েছে। স্মার্টফোনটি Flipkart থেকে পাওয়া যাবে। আসুন ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Poco C85 5G এর কালার অপশন ও স্পেসিফিকেশন

আসন্ন Poco C85 5G এর জন্য ডেডিকেটেড মাইক্রোসাইটটি সম্প্রতি আপডেট করা হয়েছে। হ্যান্ডসেটটি ভারতে তিনটি কালার অপশনে পাওয়া যাবে, যথা মিস্টিক পার্পেল, স্প্রিং গ্রীন এবং পাওয়ার ব্ল্যাক। তিনটি অপশনেই ডুয়াল-টোন ব্যাক প্যানেল থাকবে। এই স্মার্টফোনে সেলফি ক্যামেরার জন্য ওয়াটার ড্রপ-স্টাইল নচ পাওয়া যাবে।

এছাড়া কোম্পানি জানিয়েছে যে Poco C85 5G ডিভাইসটি ৭.৯৯ মিমি পুরু হবে। আর ফুল চার্জে এর ব্যাটারি ২৯ ঘন্টারও বেশি সময় ধরে “সোশ্যাল মিডিয়া” ব্রাউজিং, ১৬ ঘন্টারও বেশি সময় ধরে ইনস্টাগ্রাম রিলস স্ক্রলিং, ১০৬ ঘন্টারও বেশি সময় ধরে মিউজিক প্লেব্যাক এবং ২৩ ঘন্টারও বেশি সময় ধরে হোয়াটসঅ্যাপ মেসেজিং অফার করবে।

Poco আরও বলেছে যে ফোনটি প্রায় ২৮ মিনিটে ১ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাবে। এতে স্মার্ট চার্জিং ২.০ সাপোর্ট করবে, যার মধ্যে তিনটি ভিন্ন চার্জিং মোড থাকবে।

Poco C85 5G ভারতে কবে লঞ্চ হবে

জানিয়ে রাখি, Poco C85 5G ভারতে ৯ ডিসেম্বর দুপুর ১২ টায় লঞ্চ হবে। লঞ্চ হওয়ার পরে, এটি Flipkart থেকে কেনা যাবে। এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১০ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট থাকবে। এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এই হ্যান্ডসেটে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার এআই ক্যামেরা থাকবে।

আবার Poco C85 5G ফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ চিপসেট। এই হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলবে। এতে ৭২০x১,৬০০ পিক্সেল রেজোলিউশন ডিসপ্লে থাকবে। ডিভাইসটি ৪ জিবি র‍্যাম সহ পাওয়া যাবে।