Reliance Jio ফোন গ্রাহকদের জন্য সেরা পাঁচ রিচার্জ প্ল্যান, 75 টাকায় এতকিছু

Reliance Jio তাদের গ্রাহকদের বিভিন্ন ধরনের প্ল্যান রিচার্জ করার সুবিধা দেয়। কোম্পানির পোর্টফোলিওতে সাশ্রয়ী মূল্যের একাধিক প্ল্যান আছে। তাই আপনি যদি কম দামে দৈনিক ডেটা এবং কলিং সহ কোনো প্ল্যান খোঁজ করে থাকেন, তাহলে আমরা আপনার জন্য পাঁচটি দুর্দান্ত প্ল্যান সম্পর্কে বলবো। এই প্ল্যানগুলি Jio Phone গ্রাহকদের জন্য উপলব্ধ। এই প্ল্যানগুলির দাম ১৯০ টাকার কম, এবং সবচেয়ে সস্তা প্ল্যানের মূল্য মাত্র ৭৫ টাকা।
Jio Phone এর ১৮৬ টাকার প্ল্যান
এই জিও ফোন প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এই প্ল্যানে প্রতিদিন ১ জিবি ডেটা পাওয়া যায়। এতে আনলিমিটেড কলিং এবং রোজ ১০০টি বিনামূল্যে এসএমএস মিলবে।
Jio Phone এর ১৫২ টাকার প্ল্যান
এই জিও ফোন প্ল্যানটি ২৮ দিনের ভ্যালিডিটি অফ র করে। এখানে রোজ ০.৫ জিবি ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানে মোট ৩০০টি এসএমএস মিলবে। আপনি আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন।
Jio Phone এর ১২৫ টাকার প্ল্যান
এই প্ল্যানের ভ্যালিডিটি ২৩ দিন। এখানে ০.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং ৩০০টি বিনামূল্যে এসএমএস পাওয়া যায়।
Jio Phone এর ৯১ টাকার প্ল্যান
এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এখানে রোজ ১০০ এমবি ডেটা এবং ২০০ এমবি অতিরিক্ত ডেটা দেওয়া হয়। কোম্পানি আনলিমিটেড কলিং এবং ৫০টি বিনামূল্যে এসএমএস দেবে।
Jio Phone এর ৭৫ টাকার প্ল্যান
২৩ দিনের ভ্যালিডিটি সহ আসা এই জিও ফোন প্ল্যানে প্রতিদিন ১০০ এমবি ডেটা এবং ২০০ এমবি অতিরিক্ত ডেটা মিলবে। সাথে মিলবে আনলিমিটেড কলিং এবং ৫০টি বিনামূল্যে এসএমএস।

