Realme Narzo 90 5G ও Narzo 90x 5G ভারতে 7000mAh ব্যাটারি ও 60W চার্জিং সহ লঞ্চ হচ্ছে

Realme Narzo 90 সিরিজ ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ভারতে লঞ্চ হতে চলেছে। এই সিরিজের অধীনে Narzo 90 5G ও Narzo 90x 5G মডেল দুটি আসবে। লঞ্চের পর ফোন দুটি অ্যামাজন থেকে কেনা যাবে। চীনা স্মার্টফোন ব্র্যান্ডটি সম্প্রতি এদের ডিজাইন সামনে এনেছে। আজ আবার Narzo 90 সিরিজের জন্য তৈরি ডেডিকেটেড মাইক্রোসাইটটি আপডেট করা হয়েছে এবং মডেলগুলির প্রধান স্পেসিফিকেশন ও ফিচার নিশ্চিত করা হয়েছে। দুটি হ্যান্ডসেটেই ৭,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। সাথে থাকবে ৬০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।
Realme Narzo 90 সিরিজের স্পেসিফিকেশন, ফিচার
অ্যামাজন আসন্ন দুটি রিয়েলমি হ্যান্ডসেটের জন্য তৈরি ডেডিকেটেড মাইক্রোসাইট আপডেট করে এদের মুখ্য স্পেসিফিকেশন, যেমন ব্যাটারির ক্যাপাসিটি, চার্জিং স্পিড, ক্যামেরা কনফিগারেশন এবং ডিসপ্লে ফিচার সামনে এনেছে। Realme Narzo 90 5G এবং Realme Narzo 90x 5G ফোন দুটি ৭,০০০ এমএএইচ টাইটান ব্যাটারি সহ আসবে, যা ৬০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর প্রথম মডেলে বাইপাস চার্জিং এবং রিভার্স চার্জিং সাপোর্ট থাকবে। এতে ধুলো এবং জল প্রতিরোধী IP66 + IP68 + IP69 রেটিংও পাওয়া যাবে।
ব্যাটারি লাইফের কথা বললে, রিয়েলমি নারজো ৯০ ৫জি ফোনটি একবার চার্জে ১৪৩.৭ ঘণ্টা মিউজিক প্লেব্যাক, ৮.১ ঘণ্টা গেমিং, ২৪ ঘণ্টা অনলাইন ভিডিও প্লেব্যাক এবং ২৮.২ ঘণ্টা ভিডিও কলিংয়ের সুবিধা দেবে বলে দাবি করা হচ্ছে।
অন্যদিকে, নারজো ৯০এক্স ৫জি মডেলটি ১৭.১ ঘণ্টা নেভিগেশন, ২৩.৬ ঘণ্টা অনলাইন ভিডিও প্লেব্যাক, ২৭.৭ ঘণ্টা মেসেজিং, ৬১.৩ ঘণ্টা কলিং এবং ১৩৬.২ ঘণ্টা মিউজিক প্লেব্যাকের সুবিধা দেবে।
Narzo 90 সিরিজের দুটি ডিভাইসেই সেলফি ক্যামেরার জন্য হোল-পাঞ্চ ডিসপ্লে কাটআউট থাকবে। Narzo 90 5G-এর ডিসপ্লে ৪,০০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস, 90x 5G-এর প্যানেলটি ১,২০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
ফটোগ্রাফির জন্য হ্যান্ডসেট দুটির পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাওয়া যাবে। আর মডেল দুটিতে বিভিন্ন এআই টুলস থাকবে, যার মধ্যে মিলবে এআই এডিট জিনি, এআই এডিটর, এআই ইরেজার এবং এআই আল্ট্রা ক্ল্যারিটি।

