200MP ক্যামেরা সহ নতুন চমক, Samsung Galaxy S26 Ultra বদলে দেবে ফটোগ্রাফির সংজ্ঞা

Samsung তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Galaxy S26 Ultra নিয়ে আবারও আলোচনায়। একাধিক লিক ও রিপোর্ট বলছে, ২০২৬ সালে লঞ্চ হতে চলা এই প্রিমিয়াম ফোনে ক্যামেরা ও ইমেজিং এক্সপেরিয়েন্সে বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে সংস্থা। Samsung মূলত লো-লাইট ফটোগ্রাফি, শার্পনেস এবং কালার রিপ্রোডাকশন আরও নিখুঁত করার দিকেই জোর দিচ্ছে।

নতুন একটি রিপোর্টে বলা হয়েছে, Galaxy S26 Ultra মডেলে পাওয়া যাবে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর। যদিও আগের S25 Ultra মডেলেও ২০০ মেগাপিক্সেল সেন্সর ছিল। তবে এবারে লেন্স অ্যাপারচার ও ইমেজ প্রসেসিংয়ে আপগ্রেড দেখা যেতে পারে। এর ফলে কম আলোতেও ছবি আরও পরিষ্কার এবং ডিটেইলড হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবার Samsung Galaxy S26 Ultra ফোনে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকার কথাও শোনা যাচ্ছে। এর মানে ওয়াইড অ্যাঙ্গেল শট ও জুম ফটোগ্রাফিতে আরও ভালো পারফরম্যান্স পাওয়া যেতে পারে। এছাড়া স্যামসাং নাকি 8K ভিডিও রেকর্ডিং এবং আপডেটেড HDR প্রসেসিং নিয়েও কাজ করছে, যা ভিডিও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বেশ আকর্ষণীয় হতে পারে।

ডিজাইনের কথা বললে, এক্ষেত্রেও Galaxy S26 Ultra হ্যান্ডসেটে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ফাঁস হওয়া রেন্ডার অনুযায়ী, Galaxy Z Fold 7-এর মতো নতুন ক্যামেরা আইল্যান্ড ডিজাইন দেখা যেতে পারে। আর এই ক্যামেরা মডিউল ফোনটিকে আরও প্রিমিয়াম লুক দেবে।

লঞ্চের সময় সম্পর্কে বলা হচ্ছে যে, Samsung Galaxy S26 Ultra চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাজারে আসবে। ভারতের বাজারে ফোনটি মার্চ ২০২৬-এর শুরুতেই অনলাইন ও রিটেল স্টোরে পাওয়া যেতে পারে। Samsung এবছর Galaxy S26, S26 Plus এবং S26 Ultra, এই তিনটি মডেল বাজারে আনতে পারে।

দামের বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি, তবে রিপোর্ট অনুযায়ী, Galaxy S26 Ultra-এর দাম ১,৩৪,৯৯৯ টাকা থেকে ১,৫৯,৯৯ টাকার মধ্যে থাকতে পারে।