জনপ্রিয় Nothing Phone 3a Lite ফোনের দাম বাড়ল, এখন কেনা উচিত হবে?

স্মার্টফোন বাজারে দাম বাড়া বা কমা কোনো নতুন বিষয় নয়। তবে সম্প্রতি কোম্পানিগুলি বাজেট থেকে মিড-রেঞ্জ সেগমেন্টের ফোনের দাম কমানোর পরিবর্তে ধীরে ধীরে বাড়াতে শুরু করেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো Nothing। আমেরিকার কোম্পানিটি তাদের জনপ্রিয় স্মার্টফোন Nothing Phone 3a Lite এর দাম বাড়িয়েছে। ডিভাইসটি এতদিন ২০,০০০ টাকার মধ্যে স্টাইলিশ ডিজাইন ও ক্লিন সফটওয়্যার অভিজ্ঞতার জন্য জনপ্রিয় ছিল। তবে সম্প্রতি এর দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম একসঙ্গে ২,০০০ টাকা করে বাড়ানো হয়েছে।
Nothing Phone 3a Lite এর নতুন ও পুরানো দাম (Price Hike Update)
Nothing Phone 3a Lite এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আগে দাম ছিল ২০,৯৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হতো ২১,৯৯৯ টাকা।
নতুন দাম
৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ – ২২,৯৯৯ টাকা
৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ২৩,৯৯৯
দুটো ভ্যারিয়েন্টের মূল্য এখন আগের তুলনায় ২,০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে।
Nothing Phone 3a Lite এর স্পেসিফিকেশন ও ফিচার
নার্থিং ফোন ৩এ লাইট মডেলে আছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি প্রসেসর। ফটোগ্রাফির জন্য এতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
পাওয়ার ব্যাকআপের জন্য Nothing Phone 3a Lite হ্যান্ডসেটে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক নার্থিং ওএস কাস্টম স্কিনে চলে।
দাম বাড়ার পরও কি Nothing Phone 3a Lite কেনা উচিত হবে?
দাম বাড়ার কারণে Nothing Phone 3a Lite মডেলটিকে আগের মতো “ভ্যালু ফর মানি” বলা কঠিন। তবে যারা ইউনিক ডিজাইন, ক্লিন সফটওয়্যার, স্টেবল পারফরম্যান্স চান তাদের জন্য ফোনটি এখনও একটি ভালো অপশন হতে পারে।

