এই OnePlus স্মার্টফোন ও ট্যাবলেট পাবে তিনটি বড় Android আপডেট, দেখুন লেটেস্ট লিস্ট

OnePlus নামটা শুনলেই অনেকের মাথায় প্রথমেই আসে ক্লিন সফটওয়্যার আর নিয়মিত আপডেট। এটা শুধু কথার কথা নয়। বছরের পর বছর ধরে কোম্পানি প্রমাণ করেছে, আপডেটের ব্যাপারে তারা বেশ সিরিয়াস। শুধু নতুন অ্যান্ড্রয়েড আপডেট নয়, তার সঙ্গে দরকারি ফিচার আর সিকিউরিটি ফিচারও ডিভাইসে যুক্ত হয়। ফলে ফোন পুরনো হলেও ব্যবহার করতে অস্বস্তি হয় না।
এই মুহূর্তে আপনি যদি কোনো OnePlus ফোন বা ট্যাবলেট ব্যবহার করে থাকেন, তাহলে একটা প্রশ্ন মাথায় আসা স্বাভাবিক যে আমার ডিভাইসে আর কতদিন আপডেট আসবে? কোন Android ভার্সন পর্যন্ত সাপোর্ট থাকবে? সেই উত্তরটাই আজ এই প্রতিবেদনে পরিষ্কার করা হবে।
তিনটি বড় Android আপডেট পাবে যেসব ডিভাইস
ওয়ানপ্লাস এর বর্তমান আপডেট পলিসি অনুযায়ী, OnePlus 10 সিরিজের পর যেসব ডিভাইস লঞ্চ হয়েছে, তার মধ্যে বেশ কয়েকটি মডেল তিনটি বড় Android OS আপডেট পাবে। অর্থাৎ এগুলিতে তিন প্রজন্মের OxygenOS আপগ্রেডও মিলবে।
এই তালিকাটা দেখে নিন –
- OnePlus 12R – শেষ আপডেট: Android 17
- OnePlus 11R – শেষ আপডেট: Android 16
- OnePlus 10R – শেষ আপডেট: Android 15
- OnePlus 10T – শেষ আপডেট: Android 15
- OnePlus Nord 3 – শেষ আপডেট: Android 16
- OnePlus Pad – শেষ আপডেট: Android 16
- OnePlus Pad 2 – শেষ আপডেট: Android 17
- OnePlus Pad 3 – শেষ আপডেট: Android 18
এখানে একটা বিষয় আলাদা করে বলা দরকার। Nord সিরিজে আপাতত Nord 3 একমাত্র মডেল, যেটা তিনটি বড় অ্যান্ড্রয়েড আপডেট পাবে। আর যেসব ওয়ানপ্লাস ডিভাইস শুধু চীনে লঞ্চ হয়েছে, সেগুলো এই তালিকার বাইরে রাখা হয়েছে।
নতুন ফোনে আপডেটের মেয়াদ আরও বাড়ছে
গত কয়েক বছরে OnePlus তাদের আপডেট পলিসিতে বড় পরিবর্তন এনেছে। এখন শুধু ফ্ল্যাগশিপ নয়, অনেক মিড-রেঞ্জ ফোনের ক্ষেত্রেও চারটি বড় Android আপডেটের প্রতিশ্রুতি দিচ্ছে কোম্পানি। এটা নিঃসন্দেহে সাহসী সিদ্ধান্ত। কারণ এতে ব্যবহারকারীরা দীর্ঘ সময় ধরে নতুন ফিচার আর আপডেটেড সিকিউরিটি পেতে পারেন।

