Flipkart-এ সস্তা LED TV, ৬৫০০ এর নিচে সেরা অপশন, দাম শুরু ৪৯৯৯ টাকা থেকে

নতুন টিভি কেনার কথা ভাবছেন, কিন্তু বাজেট কম? সেক্ষেত্রে Flipkart এর তিনটি অপশন আপনার জন্য আদর্শ হতে পারে। এদের দাম শুরু হচ্ছে মাত্র ৪,৯৯৯ টাকা থেকে। আর আশ্চর্যের বিষয় হলো, অফার ছাড়াই টিভিগুলি কম দামে পাওয়া যাচ্ছে। যদিও চাইলে ক্যাশব্যাক ও ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারবেন। কম দামে এলেও এই টিভিগুলিতে ভালো ডিসপ্লে ও জোরালো সাউন্ডের স্পিকার রয়েছে।
MarQ by Flipkart 24 ইঞ্চি HD Ready LED TV
এটি লিস্টের সবচেয়ে সস্তা টিভি। দাম মাত্র ৪,৯৯৯ টাকা। এর সাথে ৫ শতাংশ ক্যাশব্যাক মিলতে পারে। এর ডিসপ্লের রেজোলিউশন ১৩৬৬×৭৬৮ পিক্সেল, রিফ্রেশ রেট ৬০ হার্টজ। এতে ২০ ওয়াট স্পিকার রয়েছে। এদের কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে দুটি ইউএসবি এবং একটি এইচডিএমআই পোর্ট।
Thomson 24-ইঞ্চি HD Ready LED TV (2025 Edition)
৫,৫৯৯ টাকার এই টিভিতে ১৩৬৬×৭৬৮ রেজোলিউশনের এইচডি রেডি ডিসপ্লে উপস্থিত, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। কোম্পানির এই টিভির ক্ষেত্রে ২০ ওয়াটের অডিও আউটপুটের সঙ্গে সিনেম্যাটিক সাউন্ড এক্সপেরিয়েন্সের দাবি করেছে।
Kodak QLED SE 24-ইঞ্চি Smart TV (2025 Edition)
এই লিস্টের সবচেয়ে দামী এই টিভির মূল্য ৬,৪৯৯ টাকা। এতে রয়েছে কিউএলইডি এইচডি রেডি ডিসপ্লে, ৩০০ নিটস ব্রাইটনেস, ২৪ ওয়াট স্পিকার। পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে Amlogic প্রসেসর, সঙ্গে Linux-ভিত্তিক স্মার্ট প্ল্যাটফর্ম।

