Itel Zeno 20 Max কম দামে বড় ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারি সহ লঞ্চ হল

বাজেট রেঞ্জে বৃহস্পতিবার লঞ্চ হল Itel Zeno 20 Max। এর দাম রাখা হয়েছে ৬,৫০০ টাকার কম। এটি তিনটি কালার অপশনে পাওয়া যাবে। এই মডেলে আছে এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে, Unisoc T7100 অক্টা-কোর প্রসেসর, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫০০০ এমএএইচ ব্যাটারি। আসুন Itel Zeno 20 Max এর দাম সহ সমস্ত ফিচার জেনে নেওয়া যাক।
Itel Zeno 20 Max এর দাম ও কোথায় পাওয়া যায়
Itel Zeno 20 Max এর দাম শুরু হয়েছে ৫,৭৯৯ টাকা থেকে। এই দাম ৩ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আর ৪ জিবি র্যাম ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৬,১৬৯ টাকা। এটি অরোরা ব্লু, স্পেস টাইটেনিয়াম ও স্টারলিট কালার অপশনে পাওয়া যাবে। আপাতত ফোনটি Amazon থেকে কেনা যাচ্ছে।
আইটেল জানিয়েছে, এই মাসের মধ্যেই ডিভাইসটির ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি ভ্যারিয়েন্ট বাজারে আনা হবে।
ডিসপ্লে ও ডিজাইন
আইটেল জেনো ২০ ম্যাক্স মডেলে ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে আছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই দামের ফোনে ৯০ হার্টজ পাওয়া সত্যি বলতে একটু চমকই। এছাড়া এতে রয়েছে ডায়নামিক বার ফিচার।
পারফরম্যান্স ও স্টোরেজ
Itel Zeno 20 Max চলে ইউনিসক টি৭১০০ অক্টা-কোর প্রসেসরে। এটি সর্বোচ্চ ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার মেমোরি ফিউশন ফিচারের মাধ্যমে র্যাম বাড়িয়ে ৮ জিবি পর্যন্ত করা যাবে।
ক্যামেরা ও সিকিউরিটি
ফটোগ্রাফির জন্য এর পিছনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক সাপোর্ট আছে।
ব্যাটারি ও অন্যান্য ফিচার
এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এতে ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট করলেও বক্সে মিলবে ১০ ওয়াট চার্জার। এটি IP54 রেটিং সহ আসায় হালকা জল বা ধুলো নিয়ে চিন্তা নেই। এছাড়া DTS সাপোর্টেড সাউন্ড ও ইন-বিল্ট ভয়েস অ্যাসিস্ট্যান্টও রয়েছে।

