Poco M8 5G দুর্ধর্ষ ফিচার সহ ভারতে লঞ্চ হল, দাম শুরু ১৮,৯৯৯ টাকা থেকে

Poco বৃহস্পতিবার ভারতে তাদের নতুন 5G স্মার্টফোন Poco M8 5G লঞ্চ করল। ফোনটি মিড-রেঞ্জ সেগমেন্টে বাজারে এসেছে। আগামী ১৩ জানুয়ারি থেকে ই-কমার্স সাইট Flipkart এর মাধ্যমে ডিভাইসটি তিনটি কালার অপশনে কেনা যাবে। Poco M8 5G হ্যান্ডসেটে আছে 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ফাস্ট চার্জিং সহ ৫৫২০ এমএএইচ ব্যাটারি।
Poco M8 5G এর দাম ও লঞ্চ অফার
ভারতে Poco M8 5G এর বেস ভ্যারিয়েন্ট ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে ১৮,৯৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। আবার ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ২১,৯৯৯ টাকায়।
লঞ্চ অফার হিসেবে ICICI, HDFC ও SBI ব্যাঙ্কের কার্ডে মিলবে ২,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। সেল শুরুর প্রথম ১২ ঘণ্টার মধ্যে ডিভাইসটি কিনলে আরও ১,০০০ টাকা ছাড় মিলবে।
Poco M8 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
পোকো এম৮ ৫জি ফোনে আছে ৬.৭৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ ও পিক ব্রাইটনেস ৩,২০০ নিটস পর্যন্ত। আবার এই ডিসপ্লেতে ওয়েট টাচ ২.০ সাপোর্ট থাকায় ভেজা হাতেও হ্যান্ডসেটটি চলানো যাবে।
চিপসেট
Poco M8 5G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ চিপসেট। কোম্পানির দাবি অনুযায়ী ডিভাইসটির AnTuTu স্কোর ৮.২৫ লক্ষের বেশি। এতে রয়েছে LPDDR4x র্যাম ও UFS 2.2 স্টোরেজ।
ক্যামেরা, ব্যাটারি ও অন্যান্য ফিচার
হ্যান্ডসেটটির পিছনে ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত। সামনে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। রিয়ার ক্যামেরায় ৪কে ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। ফোনটি ৫,৫২০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৮ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করে। এছাড়া এতে IP65 ও IP66 রেটিং থাকায় ধুলো ও জল নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না।

