iQOO 15 ফোন এখন 4 হাজার টাকা ছাড়ে, 7000mAh ব্যাটারি সহ রয়েছে 50MP ক্যামেরা

এই মুহূর্তে নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকলে iQOO 15 বেছে নিতে পারেন। ডিভাইসটি শুধু কাগজে-কলমে শক্তিশালী নয়, বর্তমানে লোভনীয় অফারের সাথে পাওয়া যাচ্ছে। ১৫ জানুয়ারি পর্যন্ত অ্যামাজনে বাম্পার ডিল সহ ফোনটি কেনা যাবে। এর ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭২,৯৯৯ টাকা। তবে ডিসকাউন্টের পর এটি প্রায় ৪,০০০ টাকা কমে বিক্রি হচ্ছে। এর সাথে ৩,৬৪৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাকও দেওয়া হচ্ছে। এর সাথে এক্সচেঞ্জ অফারের সুবিধা নেওয়া যাবে।

iQOO 15 এর স্পেসিফিকেশন ও ফিচার

iQOO 15 এর সামনে আছে ৬.৮৫ ইঞ্চি ২কে প্লাস কার্ভড AMOLED ডিসপ্লে। এতে স্যামসাংয়ের এম১৪ ৮টি এলটিপিও প্যানেল ব্যবহার করা হয়েছে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ, পিক ব্রাইটনেস ৬০০০ নিটস।পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট, সাথে মিলবে LPDDR5X র‍্যাম ও UFS 4.1 স্টোরেজ।

ফটোগ্রাফির জন্য আইকো ১৫ মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স ও ৫০ মেগাপিক্সেল ৩এক্স পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৭০০০ এমএএইচ ব্যাটারি, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সাথে ৪০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টও রয়েছে।

ফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অরিজিন ওএস ৬.০ কাস্টম স্কিনে চলবে। এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ডিভাইসটি IP68 ও IP69 রেটিং সহ আসায় ধুলো ও জল থেকে সুরক্ষা পাওয়া যাবে।