Flipkart Republic Day Sale: স্মার্টফোনে নজরকাড়া অফার নিয়ে হাজির ফ্লিপকার্ট

ফ্লিপকার্টের রিপাবলিক ডে সেল ভারতে ১৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। তবে প্লাস এবং ব্ল্যাক মেম্বাররা ২৪ ঘণ্টা আগেই সেলের অর্লি অ্যাক্সেস পাবেন। যদিও ততদিন অপেক্ষা করতে না চাইলে এখনই সেলের স্বাদ নিতে পারেন। কারণ সেল শুরুর আগেই ফ্লিপকার্ট কিছু অর্লি বার্ড ডিল লাইভ করেছে। এই ডিলগুলিতে বেশ কয়েকটি জনপ্রিয় ৫জি স্মার্টফোন পাওয়া যাচ্ছে আগের তুলনায় অনেক কম দামে। আসুন Flipkart Republic Day Sale এর আর্লি বার্ড অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।

বাজেট সেগমেন্টে সবচেয়ে কম দামের ৫জি ফোন

কম বাজেটে ৫জি ফোন খোঁজ করলে Ai+ Pulse (৬ জিবি) কিনতে পারেন। মাত্র ৬,২৯৯ টাকায় ফোনটি পাওয়া যাচ্ছে। এতে আছে ৬.৭৪ ইঞ্চি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৫০০০ এমএএইচ ব্যাটারি। আবার Ai+ Nova 5G (৬ জিবি) ৭,৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

১০ থেকে ১৩ হাজারের মধ্যে ফোন

এই রেঞ্জে Poco C85 5G মডেলটি বেছে নিতে পারেন। ১০,৯৯৯ টাকায় উপলব্ধ এই ফোনে আছে ৬.৯ ইঞ্চি ডিসপ্লে ও ৬০০০ এমএএইচ ব্যাটারি। যারা ক্যামেরার উপর ফোকাস করতে চান তারা Redmi Note SE 5G কিনতে পারেন। ১২,৭৪৯ টাকায় আসা এই ডিভাইসে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।

মিড-রেঞ্জ ফোনে অফার

মিড-রেঞ্জে Vivo T4 Ultra 5GSamsung Galaxy A35 5G হ্যান্ডসেট দুটি ডিসকাউন্ট সহ বিক্রি হচ্ছে। ভিভো ফোনটি ১৮,৪৯৯ টাকায় ডাইমেনসিটি ৯৩০০+ চিপসেট দিচ্ছে। আর Samsung A35 5G মডেলটিও একই দামে তালিকাভুক্ত আছে।

গেমিং স্মার্টফোনের দাম

গেমিংয়ের জন্য Infinix GT 30 5G এবং Realme P3 Ultra আদর্শ হতে পারে। Infinix ফোনটি ১৯,৪৯৯ টাকায় ডাইমেনসিটি ৭৪০০ চিপসেট অফার করে, আর Realme P3 Ultra ২২,৯৯৯ টাকায় বড় ডিসপ্লে ও ৬০০০ এমএএইচ ব্যাটারি দিচ্ছে।