২০০০ টাকা ডিসকাউন্টসহ কিনুন Oppo Pad 5, শুরু হচ্ছে ওপেন সেল

নতুন বছরে ট্যাবলেট কেনার পরিকল্পনা থাকলে Oppo Pad 5 বেছে নিতে পারেন। কারণ এর ওপেন সেল আগামীকাল ১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। ডিভাইসটির ফিচারও আপনাকে মুগ্ধ করবে। এতে আছে ডলবি ভিশন সাপোর্ট সহ ১২.১ ইঞ্চি ডিসপ্লে, ১০০৫০ এমএএইচ ব্যাটারি, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর ও ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
Oppo Pad 5 এর ভারতে দাম ও ওপেন সেল অফার
ভারতীয় বাজারে Oppo Pad 5 দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ ওয়াই-ফাই অনলি মডেলের দাম রাখা হয়েছে ২৬,৯৯৯ টাকা। আর ২৫৬ জিবি স্টোরেজ এবং ৫জি + ওয়াই-ফাই ভ্যারিয়েন্টের দাম ৩২,৯৯৯ টাকা।
লঞ্চ অফারের হিসেবে ক্রেতারা ২,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, ৯ মাসের নো কস্ট ইএমআই সুবিধা পাবেন। ট্যাবটি এখন Flipkart এবং Oppo India ওয়েবসাইটে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। এর ওপেন সেল শুরু হবে ১৩ জানুয়ারি ২০২৬ থেকে। এটি অরোরা পিঙ্ক ও স্টারলাইট কালার অপশনে।
Oppo Pad 5 এর ফিচার ও স্পেসিফিকেশন
ওপ্পো প্যাড ৫ এর অন্যতম আকর্ষণ ১২.১ ইঞ্চি ২.৮কে এলসিডি আই-কমফোর্ট ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৯০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করবে। এতে ডলবি ভিশন সাপোর্ট সহ আছে টিইউভি রেইনল্যান্ড ইন্টেলিজেন্ট আই কেয়ার ৪.০ সার্টিফিকেশন।
পারফরম্যান্সের জন্য Oppo Pad 5 মডেলে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট। সঙ্গে ৮ জিবি LPDDR5X র্যাম ও সর্বোচ্চ ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ।
ক্যামেরা ও ব্যাটারি ব্যাকআপ
ফটোগ্রাফির জন্য ট্যাবটির সামনে ও পিছনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা উপস্থিত। ডিভাইসটি ১০০৫০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ওপ্পো-র দাবি অনুযায়ী, হ্যান্ডসেটটি ফুল চার্জে প্রায় ৫৩ ঘণ্টা মিউজিক, ১৫ ঘণ্টা ভিডিও স্ট্রিমিং করতে দেবে।
আর এই ট্যাবে Oppo Pencil 2 সাপোর্ট করে। নোট লেখা, স্কেচ বা আইডিয়া ধরে রাখার কাজে এটা সত্যিই সুবিধাজনক। এটি AI-ভিত্তিক নোট টুলস নোট গুছিয়ে রাখতে সাহায্য করে। পেন্সিলটি টানা ২০ ঘণ্টা ব্যবহার করা যায়, আর মাত্র ১০ মিনিট চার্জে এটি প্রায় ১২ ঘণ্টা চলবে।

