Vivo X100 Pro এর দাম কমল প্রায় ৩০ হাজার টাকা

ভিভো ফোন প্রেমীদের জন্য সুখবর খবর। ২০২৪ সালে লঞ্চ হওয়া Vivo X100 Pro এখন আগের তুলনায় অনেক কম দামে পাওয়া যাচ্ছে। প্রিমিয়াম বাজেটের ডিভাইসটি এখন প্রায় ৩০ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে। লঞ্চের সময় এই ফোনের দাম ছিল ৮৯,৯৯৯ টাকা। তবে বর্তমানে অ্যামাজন ইন্ডিয়াতে এর ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনা যাচ্ছে মাত্র ৫৯,৯৯৯ টাকায়।
এর সাথে রয়েছে ১,৫০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার। পাশাপাশি প্রায় ২,৯৯৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাক হিসেবে ফেরত পাওয়া যেতে পারে। এক্সচেঞ্জ অফার ধরলে ছাড়ের অঙ্ক আরও বাড়তে পারে। এক্ষেত্রে পুরনো ফোনের কন্ডিশন আর ব্র্যান্ড অনুযায়ী সর্বোচ্চ প্রায় ৪২ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলতে পারে।
Vivo X100 Pro এর ডিসপ্লে আর পারফরম্যান্স
Vivo X100 Pro মডেলে রয়েছে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে। এর রেজোলিউশন ২৮০০ x ১২৬০ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ৩০০০ নিটস পর্যন্ত। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্রসেসর। সঙ্গে LPDDR5x র্যাম।
ক্যামেরা সেটআপ
ক্যামেরা বিভাগে ডিভাইসটির পিছনে উপস্থিত ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। সামনে সেলফির জন্য ৩২ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি, চার্জিং
পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৫৪০০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি ১০০ ওয়াট আল্ট্রা-ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। পাশাপাশি ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টও রয়েছে।
আবার আইপি৬৮ রেটিং সহ আসায় জল বা ধুলো নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না। এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচওএস ১৪ কাস্টম স্কিন পাওয়া যাবে।

