বাড়িতে সুপারফাস্ট ব্রডব্যান্ড পরিষেবা চান? জিওর এই প্ল্যান সেরা

বাড়িতে নতুন ব্রডব্যান্ড পরিষেবা নেওয়ার কথা ভাবছেন? সাথে চাইছেন সুপারফাস্ট স্পিডের সঙ্গে জনপ্রিয় OTT সাবস্ক্রিপশন? তাহলে রিলায়েন্স জিওর একটি প্ল্যান আপনার জন্য সেরা হবে। ১৪৯৯ টাকার এই ব্রডব্যান্ড প্ল্যানে জিও এমন কিছু সুবিধা দিচ্ছে, যা অন্য কোম্পানির প্ল্যানে সহজে পাওয়া যায় না। আসুন Reliance Jio -র এই ব্রডব্যান্ড প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Jio-র ৩০০ এমবিপিএস স্পিডের ব্রডব্যান্ড প্ল্যান
রিলায়েন্স জিওর ১৪৯৯ টাকার জিও ব্রডব্যান্ড প্ল্যানে গ্রাহকরা পাবেন ৩০০ এমবিপিএস পর্যন্ত ডাউনলোড এবং আপলোড স্পিড। এই প্ল্যানে মোট ১৬টি OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। যার মধ্যে আছে নেটফ্লিক্স বেসিক, অ্যামাজন প্রাইম লাইট, ইউটিউব প্রিমিয়াম, জিওহটস্টার, সনিলিভ, জি৫, সান নেক্সট, হইচই, ফ্যানকোড। সবগুলি একসাথে পাওয়া মানে আলাদা করে সাবস্ক্রিপশন নেওয়ার ঝামেলা কার্যত শেষ।
ফ্রি ল্যান্ডলাইন ও টিভি চ্যানেল
এই প্ল্যানের সঙ্গে গ্রাহকরা পাবেন ফ্রি ল্যান্ডলাইন কানেকশন। কলিং সম্পূর্ণ আনলিমিটেড। শুধু ল্যান্ডলাইন সেটটি কিনতে হবে। এর পাশাপাশি JioTV+ এর মাধ্যমে অন-ডিমান্ড ১০০০টিরও বেশি টিভি চ্যানেলের অ্যাক্সেস পাওয়া যাবে।
জিও ফাইবার ও এয়ারফাইবারে পার্থক্য
ডেটা ব্যবহারের ক্ষেত্রে জিও এখানে দুই রকম সুবিধা দিচ্ছে। এয়ারফাইবার গ্রাহকদের জন্য ডেটা লিমিট ১ টিবি। আর যারা জিও ফাইবার ব্যবহার করছেন, তাদের জন্য লিমিট ৩.৩ টিবি, অর্থাৎ প্রায় ৩৩০০ জিবি। বাস্তবে বেশিরভাগ বাড়ির জন্য ১০০ এমবিপিএস যথেষ্ট হলেও, এই প্ল্যান মূলত OTT সুবিধার জন্যই বেশি জনপ্রিয়।
BSNL ও Airtel এর ৩০০ এমবিপিএস প্ল্যান
BSNL এর ৩০০ এমবিপিএস ফাইবার আল্ট্রা ওটিটি প্ল্যানের দাম মাসে ১৭৯৯। এখানে ৬৫০০ জিবি ডেটা ও কয়েকটি নির্দিষ্ট OTT প্ল্যাটফর্ম দেখার সুযোগ দেওয়া হয়। অন্যদিকে Airtel এর ৩০০ এমবিপিএস প্ল্যানের দাম ১৫৯৯ টাকা, যেখানে Netflix, Amazon Prime, Apple TV+, Google One সহ বেশ কিছু OTT সাবস্ক্রিপশন সহ ৩৫০টির বেশি টিভি চ্যানেল উপভোগ করা যায়।

