ব্যস্ত রাস্তায় iPhone 17 এর ওপর থেকে চলে গেল গাড়ি, ভাইরাল হল ভিডিও

আইফোনের বিল্ড কোয়ালিটি নিয়ে নতুন করে কিছু বলার নেই। বাস্তব জীবনে একাধিক ঘটনায় এর প্রমাণ মিলেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও থেকেও আইফোনের বিল্ড কোয়ালিটির প্রমাণ মিলেছে। ভিডিওতে দেখা গেছে iPhone 17 ব্যস্ত রাস্তায় পড়ে যাওয়ার পর একের পর এক গাড়ি তার ওপর দিয়ে চলে গেছে। সাধারণত এই ধরনের ঘটনায় ফোন ভালো থাকার কথা নয়। কিন্তু এখানে গল্পটা ভিন্ন।

ইনস্টাগ্রামে @dxbonthrottle নামে এক বাইকার সম্প্রতি ভিডিওটি শেয়ার করেছেন। বাইক চালানোর সময় তার iPhone 17 ফোন হোল্ডারে লাগানো ছিল। হঠাৎ করেই ডিভাইসটি রাস্তায় পড়ে যায়। বাইকার সাথে সাথে থামতে পারেননি। ট্রাফিক যেমন চলছিল, তেমনই চলতে থাকে। তার কথায়, ফোনটি তুলতে যাওয়ার আগেই প্রায় সাতটি গাড়ি তার ওপর দিয়ে চলে যায়।

সবচেয়ে অবাক করার বিষয়টি ঘটে এরপর। ফোনটি হাতে তুলে নিতেই দেখা যায়, এটি সচল রয়েছে। কিছুটা ক্ষতি হয়েছে ঠিকই, বিশেষ করে ক্যামেরা লেন্সে ফাটল ধরেছে। কিন্তু ফোন অন হচ্ছে, স্ক্রিন রেসপন্স করছে, প্রয়োজনীয় ফিচারগুলো কাজ করছে। সাধারণভাবে একটু উঁচু থেকে পড়লেও অনেক ফোন অকেজো হয়ে যায়। সেখানে এতটা চাপ সহ্য করে ফোন সচল থাকা সত্যিই চমকে দেওয়ার মতো।

ভিডিওটি ভাইরাল হতেই বিভিন্ন মন্তব্য এসেছে। কেউ মজা করে বলছেন, এই ফোনের জন্য আলাদা অ্যাওয়ার্ড দেওয়া উচিত। কেউ আবার বলছেন, এটিই আসল স্ট্রেস টেস্ট, বিজ্ঞাপনের দরকার নেই। অনেকেই আইফোনের উচ্চ দামের প্রসঙ্গ টেনে বলেছেন, এমন ভিডিও দেখলেই বোঝা যায় কেন মানুষ এত টাকা খরচ করে।

জানিয়ে রাখি, ঘটনাটি কোনও পরিকল্পিত টেস্ট ছিল না। তবুও, এটি দেখিয়ে দিল আধুনিক প্রিমিয়াম স্মার্টফোন কতটা শক্তপোক্ত হয়ে উঠেছে। ল্যাবের পরীক্ষার বাইরে বাস্তব দুর্ঘটনা অনেক সময় বেশি কিছু বলে দেয়। যদিও কেউই এমন অভিজ্ঞতা চাইবে না, তবুও iPhone 17-এর এই অপ্রত্যাশিত রোড টেস্ট ইতিমধ্যেই অনলাইনে আলোচিত মুহূর্তগুলির মধ্যে জায়গা করে নিয়েছে।