iQOO Z10 5G থেকে OnePlus 15, বড় ব্যাটারির ফোনের জনপ্রিয়তা বাড়ছে

স্মার্টফোন ব্যবহার এখন শুধু কল বা মেসেজে আটকে নেই। গেমিং, ভিডিও দেখা, কাজকর্ম সবই হয় ফোনে। ফলে একদিনে একাধিকবার চার্জ দেওয়ার ঝামেলা অনেকেই আর চান না। এখানেই বড় ব্যাটারির ডিভাইসগুলি আলাদা করে নজর কাড়ছে। সাম্প্রতিক সময়ে ৭০০০ এম এএইচ বা তার বেশি ক্যাপাসিটির ব্যাটারির ফোনের চাহিদা বেশ বেড়েছে। সেই তালিকায় এবার জোরালোভাবে উঠে এসেছে iQOO ও OnePlus এর দুটি হ্যান্ডসেট।
iQOO Z10 5G
iQOO Z10 5G ফোনে দেওয়া হয়েছে ৭৩০০ এমএএইচ ব্যাটারি। সাধারণ ব্যবহারে এই ব্যাটারি সহজেই দেড় থেকে দুদিন চলতে পারে। তার ওপর ৯০ ওয়াট ফাস্ট চার্জিং থাকায় চার্জ শেষ হয়ে গেলেও খুব বেশি অপেক্ষা করতে হয় না।
অন্যান্য ফিচারের কথা বললে, এতে আছে ৬.৭৭ ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড স্ক্রিন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৫০০০ নিটস পিক ব্রাইটনেস। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
OnePlus 15
OnePlus 15 ডিভাইসেও একই ৭৩০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। তবে এর চার্জিং স্পিড অনেক বেশি। ফোনটি ১২০ ওয়াট ওয়্যার্ড চার্জিং ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সহ এসেছে।
আবার এর সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে, ১.৫কে রেজোলিউশন ও ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট। আবার এতে গরিলা গ্লাস ভিক্টাস ২ প্রোটেকশন থাকায় স্ক্র্যাচ বা পড়ে যাওয়ার ভয়ও কিছুটা কম। পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট ব্যবহার করা হয়েছে।
ক্যামেরা সেটআপও বেশ আকর্ষণীয়। এতে তিনটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, মেইন, আল্ট্রাওয়াইড ও পেরিস্কোপ টেলিফটো লেন্স উপস্থিত। ফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অক্সিজেনওএস ১৬ কাস্টম স্কিনে চলে।

