Motorola-র চমক, নতুন ৮টি ফোনে অ্যান্ড্রয়েড ১৬ বিটা আপডেট

Motorola ফোন ব্যবহারকারীদের জন্য স্বস্তির খবর। যারা নতুন অ্যান্ড্রয়েড আপডেট পেতে আগ্রহী থাকেন, তাদের জন্য সুখবর চলে এল। কোম্পানি তাদের অ্যান্ড্রয়েড ১৬ বিটা প্রোগ্রামের পরিসর আরও বাড়িয়েছে। এবার একসঙ্গে আটটি নতুন স্মার্টফোন এই বিটা তালিকায় যুক্ত হয়েছে। তালিকায় যেমন আছে ফ্ল্যাগশিপ Motorola Razr সিরিজ, তেমনই রয়েছে Edge সিরিজের কিছু মডেল ও একটি তুলনামূলক বাজেট Moto G ফোন। এমনকি ThinkPhone 25-ও জায়গা করে নিয়েছে এই বিটা প্রোগ্রামে।

Motorola ফোনে অ্যান্ড্রয়েড ১৬ বিটা আপডেট

Ytechb-এর রিপোর্ট অনুযায়ী, মোটোরোলা তাদের অফিসিয়াল কমিউনিটি ফোরামে একাধিক পোস্টের মাধ্যমে এই ঘোষণা করেছে। নতুন করে যে ফোনগুলি অ্যান্ড্রয়েড ১৬ এর আর্লি অ্যাক্সেস পাচ্ছে, তার মধ্যে রয়েছে Motorola Razr 40 ও Razr 40 Ultra, Razr 2023 ও Razr+ 2023, Edge 60 Neo, Edge 50 Neo, Moto G85 5G এবং ThinkPhone 25। ভারত, ব্রাজিল, ল্যাটিন আমেরিকা, আমেরিকার ব্যবহারকারীরা এই আপডেট পাবেন।

যদি আপনার ফোন এই লিস্টে থাকে এবং আপনি সাপোর্টেড অঞ্চলে থাকেন, তাহলে বিটা টেস্টিংয়ের জন্য আবেদন করা যাবে। প্রক্রিয়াটা খুব জটিল নয়। প্রথমে মোটোরোলা কমিউনিটি ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তারপর প্রোফাইলে গিয়ে IMEI বা সিরিয়াল নম্বর আপডেট করতে হবে। MFN অপশন অন করে বিটা টেস্টিং পেজ থেকে নিজের ডিভাইসের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। আবেদন জমা দেওয়ার পর ইমেলের দিকে নজর রাখতে হবে। অনেক সময় স্প্যাম ফোল্ডারেও মেইল চলে যায়, সেটাও দেখে নেওয়া ভালো।

অ্যাপ্রুভ হয়ে গেলে ফোনে বিটা আপডেট পাঠানো হবে। সেটিংস থেকে সিস্টেম আপডেটে গিয়ে সহজেই চেক করা যাবে। আপডেটের সাইজ ১ জিবির বেশি, তাই আগে থেকেই পর্যাপ্ত স্টোরেজ এবং অন্তত ৩০ শতাংশ ব্যাটারি রাখা দরকার।

এবার আসা যাক অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে নতুন কী আছে সেই কথায়। খুব বড় ডিজাইন বদল চোখে পড়বে না, এটা সত্যি। তবে ব্যবহারিক কিছু ফিচার এসেছে। যেমন নোটিফিকেশন কুলডাউন, যেখানে এক অ্যাপ থেকে খুব বেশি নোটিফিকেশন এলে সিস্টেম নিজে থেকেই সেটার চাপ কমিয়ে দেয়। ডু নট ডিস্টার্ব, বেডটাইম এবং ড্রাইভিং মোড এখন একসঙ্গে ‘মোডস’ মেনুতে পাওয়া যাবে। চাইলে নিজের মতো কাস্টম মোডও বানানো যাবে।