ভারত সরকার কি স্মার্টফোনের সোর্স কোড চাইছে? স্পষ্ট বার্তা দিল PIB

রবিবার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট ঘিরে দেশের প্রযুক্তি মহলে বেশ আলোড়ন তৈরি হয়েছিল। সেই রিপোর্টে দাবি করা হয়, ভারত সরকার নাকি স্মার্টফোনের নিরাপত্তা আরও কড়া করতে নতুন নিয়ম আনতে চলেছে। আর সেই নিয়মের অংশ হিসেবে মোবাইল নির্মাতা সংস্থাগুলিকে তাদের অপারেটিং সিস্টেমের সোর্স কোড সরকারের সঙ্গে শেয়ার করতে বলা হতে পারে। খবরটি সামনে আসার পর অনেকেই প্রশ্ন তুলেছিলেন, আদৌ কি এমন কিছু হতে চলেছে।
কিন্তু বিষয়টি নিয়ে দ্রুত অবস্থান স্পষ্ট করেছে সরকার। সোমবার PIB Fact Check তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে জানিয়েছে, এই দাবি সম্পূর্ণ ভুয়ো। তাদের বক্তব্য একেবারে সোজা, সরকার কখনওই স্মার্টফোন নির্মাতাদের সোর্স কোড জমা দিতে বলার প্রস্তাব দেয়নি। অর্থাৎ, যে খবর নিয়ে এত আলোচনা, সেটার ভিত্তিই নেই বলে দাবি সরকারের।
PIB Fact Check আরও জানিয়েছে, ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক বা MeitY বর্তমানে মোবাইল নিরাপত্তা নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করছে। এটাকে তারা নিয়মিত এবং স্বাভাবিক পরামর্শ প্রক্রিয়া বলেই উল্লেখ করেছে। এখানে চূড়ান্ত কোনও নিয়ম তৈরি হয়নি, এমনকি ভবিষ্যতেও সব পক্ষের সঙ্গে আলোচনা ছাড়া কোনও কাঠামো চূড়ান্ত করা হবে না বলেই ইঙ্গিত দেওয়া হয়েছে।
অন্যদিকে, রয়টার্স তাদের রিপোর্টে চারজন অজ্ঞাত সূত্রের কথা উল্লেখ করে দাবি করেছিল, সরকার নাকি স্মার্টফোন নির্মাতাদের জন্য একগুচ্ছ নতুন নিরাপত্তা নিয়ম নিয়ে ভাবছে। সেই খসড়া প্রস্তাবে সোর্স কোড শেয়ার করা, দীর্ঘ সময় ধরে সিকিউরিটি লগ সংরক্ষণ এবং বড় সফটওয়্যার আপডেটের আগে সরকারকে জানানোর মতো বিষয় থাকার কথা বলা হয়। রিপোর্টে আরও দাবি করা হয়, এই প্রস্তাব নিয়ে ইতিমধ্যেই ম্যানুফ্যাকচারারস অ্যাসোসিয়েশন ফর ইনফরমেশন টেকনোলজি বা MAIT তাদের আপত্তি জানিয়েছে।
MAIT-এর বক্তব্য অনুযায়ী, সোর্স কোড শেয়ার করার মতো নিয়মের কোনও আন্তর্জাতিক নজির নেই। বরং এতে ফোনের পারফরম্যান্স, ব্যবহারকারীর অভিজ্ঞতা এবং সিকিউরিটি আপডেটের গতি ব্যাহত হতে পারে। বলা যায়, বিষয়টি নিয়ে শিল্পমহলেও অস্বস্তি ছিল।

