OnePlus, Samsung ও বাজেট 5G ফোনে বড় ছাড়

ভারতে অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল ২০২৬ শুরু হতে আর খুব বেশি দেরি নেই। আগামী ১৬ জানুয়ারি থেকে এই সেল চালু হবে। ইতিমধ্যেই অনলাইন শপিং জায়ান্টটি জানিয়েছে কোন কোন স্মার্টফোন সেলে কম দামে মিলতে পারে। Amazon Republic Day Sale এর মাইক্রোসাইটে ডিলগুলি প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, এবারের সেলে শুধু স্মার্টফোন নয়, ট্যাবলেট, ল্যাপটপ, টিভি, ক্যামেরা, ওয়্যারলেস স্পিকার, TWS ইয়ারবাড, স্মার্টওয়াচ এবং স্মার্ট হোম ডিভাইসও তুলনামূলক সস্তায় পাওয়া যাবে। সঙ্গে থাকছে ব্যাঙ্ক ক্যাশব্যাক ও এক্সচেঞ্জ বোনাস। অর্থাৎ মোটামুটি সব দিক থেকেই ছাড় মিলবে।
Amazon Republic Day Sale এর অফার
নভেম্বর ২০২৫-এ লঞ্চ হওয়া OnePlus 15 মডেলের দাম ছিল ৭২,৯৯৯ টাকা, সেটি এবার সেলে পাওয়া যাবে ৬৮,৯৯৯ টাকায়। খুব বড় কাটছাঁট না হলেও ফ্ল্যাগশিপ ফোন কেনার কথা ভাবছেন যারা, তাদের জন্য এটা খারাপ সুযোগ নয়। OnePlus 15R এর দামও কিছুটা কমে ৪৪,৯৯৯ টাকা হবে। লঞ্চের সময় যার দাম ছিল ৪৭,৯৯৯ টাকা।
মিড-রেঞ্জ সেগমেন্টেও ছাড় মিলবে। OnePlus Nord 5 পাওয়া যাবে ৩০,৯৯৯ টাকায়। আর Samsung Galaxy A55 5G এর দাম কমে হবে ২৩,৯৯৯ টাকা। এই রেঞ্জে ফোন খুঁজছেন এমন ব্যবহারকারীদের জন্য এই ডিলগুলি বেশ আকর্ষণীয় বলেই মনে করা হচ্ছে।
বাজেট ফোনেও অফার রয়েছে। Samsung Galaxy M17 5G, Realme Narzo 80 Lite 5G, Redmi A4 5G এবং Lava Bold N1 5G ডিভাইসটি সেলের সময় পাওয়া যাবে যথাক্রমে ১২,৯৯৯ টাকায়, ১১,৪৯৯ টাকায়, ৮,২৯৯ টাকায় এবং ৭,২৪৯ টাকায়।
অ্যামাজন জানিয়েছে, এই দামের মধ্যে ব্যাঙ্ক অফার এবং কুপন ডিসকাউন্ট ধরা আছে। তবে সব ক্রেতাদের জন্য ছাড় এক রকম নাও হতে পারে। আরেকটি চমক হিসেবে ইঙ্গিত দেওয়া হয়েছে iPhone 15 মডেলটিও কম দামে বিক্রি হবে।

