Redmi Turbo 5 Pro Max এর Geekbench স্কোর প্রকাশ্যে, থাকবে এই বিশেষ প্রসেসর

রেডমি টার্বো ৫ সিরিজ নিয়ে একের পর এক নতুন তথ্য সামনে আসছে। বিভিন্ন রিপোর্ট ও বেঞ্চমার্ক লিস্টিং দেখে মনে হচ্ছে, এই সিরিজে একাধিক মডেল থাকতে পারে। তবে সিরিজের প্রিমিয়াম মডেল নিয়ে রীতিমতো ধোঁয়াশা তৈরি হয়েছে। মনে করা হচ্ছে স্ট্যান্ডার্ড Redmi Turbo 5 ছাড়াও Turbo 5 Max এবং Turbo 5 Pro Max নামে দুটি শক্তিশালী মডেল এই সিরিজে অন্তর্ভুক্ত হবে। সম্প্রতি শেষের মডেলটি Geekbench বেঞ্চমার্কিং সাইটে অন্তর্ভুক্ত হয়েছে।

Redmi Turbo 5 Pro Max উপস্থিত হল Geekbench-এ

Redmi Turbo 5 Pro Max ডিভাইসটি Geekbench লিস্টিংয়ে 2602BRT18C মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। টেক ব্লগার অ্যানভিন এই তথ্য শেয়ার করেছেন। লিস্টিং অনুযায়ী, এই ফোনে ব্যবহৃত প্রসেসরের চারটি কোরের ক্লক স্পিড ২.৪০ গিগাহার্টজ, তিনটি কোরের ক্লক স্পিড ৩.৩০ গিগাহার্টজ এবং একটি প্রাইম কোরের ক্লক স্পিড ৩.৭৩ গিগাহার্টজ। পারফরম্যান্স স্কোরও চোখে পড়ার মতো। হ্যান্ডসেটটি সিঙ্গেল কোরে ২,৬৫৬ পয়েন্ট এবং মাল্টি কোরে ৮,৩৯৯ পয়েন্ট পেয়েছে। সংখ্যাগুলো দেখে বোঝা যায়, এটি মিডিয়াটেকের হাই-এন্ড চিপসেট দ্বারা চালিত হতে পারে।

অনেকে মনে করছেন, এই চিপটি হল মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস। আবার কয়েকজন টিপস্টারের দাবি, মিডিয়াটেক ১৫ জানুয়ারি যে নতুন চিপ আনতে চলেছে, সেটি ডাইমেনসিটি ৯৫০০এস নামে বাজারে আসতে পারে এবং রেডমি সেটিই ব্যবহার করবে।

Geekbench লিস্টিং থেকে আরও জানা গেছে যে, এই স্মার্টফোনে মালি জি৯২৫ ইমোর্টালিস এমসি১২ জিপিইউ, ১৬ জিবি র‌্যাম এবং অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম থাকবে। অর্থাৎ কাগজে-কলমে স্পেসিফিকেশন বেশ শক্তিশালী মনে হচ্ছে। তবে ব্র্যান্ডিং নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। একই মডেল নম্বর আগে 3C সার্টিফিকেশন সাইটে Redmi Turbo 5 Pro নামে দেখা গিয়েছিল, যেখানে ১০০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের কথা উল্লেখ ছিল। এখন সেই নম্বরই আবার Turbo 5 Pro Max নামে সামনে আসছে।

এদিকে, রেডমি ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে তারা চীনে Redmi Turbo 5 Max লঞ্চ করবে। কিন্তু Pro Max নিয়ে এখনও অফিসিয়াল কিছু বলেনি। তাই অনেকে ধারণা করছেন, সিরিজে দুটি হাই-এন্ড ফোন থাকতে পারে। একটি Turbo 5 Max, যেখানে থাকবে ডাইমেনসিটি ৮৫০০ চিপ। অন্যটি Turbo 5 Pro Max, যেখানে ব্যবহার করা হবে আরও শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০এস চিপ।