Flipkart Republic Day সেলে বাম্পার ছাড়ে iPhone 16, Vivo T4x 5G থেকে Realme P3 Lite 5G ফোন

আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে Flipkart Republic Day Sale 2026। ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে এই সেল নিয়ে আসছে শপিং সাইটটি। জানুয়ারির মাঝামাঝি থেকে শুরু হওয়া এই সেলে ইলেকট্রনিক্স আর স্মার্টফোনে লোভনীয় অফার দেওয়া হচ্ছে। Flipkart আগেই জানিয়েছে, এই রিপাবলিক ডে সেলে ট্যাবলেট, ল্যাপটপ, টিভি, ক্যামেরা, TWS ইয়ারবাড, স্মার্টওয়াচ থেকে শুরু করে স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সে বিশেষ ছাড় পাওয়া যাবে।

এর পাশাপাশি আজ সংস্থাটি কয়েকটি জনপ্রিয় স্মার্টফোনের নাম সামনে এনেছে। জানা গেছে সেল চলাকালীন iPhone 16, Vivo T4x 5G এবং Realme P3 Lite 5G কম দামে বিক্রি হবে।

Flipkart Republic Day সেলে স্মার্টফোনে অফার

Flipkart এর রিপাবলিক ডে সেলের মাইক্রোসাইট অনুযায়ী, এই ফোনগুলির সাথে ব্যাঙ্ক ডিসকাউন্ট, ক্যাশব্যাক এবং এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। বিশেষ করে এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে মিলবে ১০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট।

সেলে iPhone 16 বিক্রি হবে ৬৯,৯০০ টাকা থেকে। এই ফোনটি ভারতে লঞ্চ হয়েছিল ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে, তখন ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ছিল ৭৯,৯০০ টাকা। এতে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে, ডায়নামিক আইল্যান্ড ফিচার ও এ১৮ চিপ।

আবার Vivo T4x 5G সেলে পাওয়া যাচ্ছে ১৩,৪৯৯ টাকায়। ২০২৫ সালের মার্চে লঞ্চের সময় এর দাম শুরু হয়েছিল ১৩,৯৯৯ টাকা থেকে। এতে ৬.৭২ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট ও ৬,৫০০ এমএএইচ ব্যাটারি আছে।

এছাড়া Realme P3 Lite 5G সেলে ১১,৯৯৯ টাকায় তালিকাভুক্ত। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে লঞ্চ হওয়া এই ফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেটের সঙ্গে এসেছে।