Honor Magic 8 RSR Porsche Design ও Magic 8 Pro Air এর লঞ্চ তারিখ প্রকাশ্যে এল

চীনে Honor নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। Magic 8 সিরিজে সংস্থাটি যোগ হতে চলেছে দুটি নতুন মডেল – Honor Magic 8 RSR Porsche Design এবং Honor Magic 8 Pro Air। বেশ কিছুদিন ধরেই কোম্পানি এদের লঞ্চ সম্পর্কে ইঙ্গিত দিচ্ছিল। অবশেষে আজ তারা এদের লঞ্চের তারিখ নিশ্চিত করল। এর পাশাপাশি ডিভাইস দুটির ডিজাইন ও কালার অপশন সম্পর্কে জানানো হয়েছে।

Honor Magic 8 RSR Porsche Design ও Magic 8 Pro Air এর লঞ্চের তারিখ

Honor জানিয়েছে, Magic 8 RSR Porsche Design চীনে আগামী ১৯ জানুয়ারি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, ভারতীয় সময় অনুযায়ী প্রায় ৫টায় লঞ্চ হবে। একই দিন বাজারে আসবে Magic 8 Pro Air মডেলটি। অর্থাৎ এক সন্ধ্যাতেই Honor দুইটি নতুন ডিভাইস বাজারে আনতে চলেছে।

Honor Magic 8 RSR Porsche Design এর ক্যামেরা ডিজাইন আকর্ষণীয় হবে। ফোনটির পিছনে স্কোয়ার ও গোলাকার মিলিয়ে এক ধরনের স্কুইরকেল শেপ ক্যামেরা মডিউল দেখা যাবে, যার ভেতরে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। ক্যামেরার ঠিক মাঝখান দিয়ে লম্বালম্বি ভাবে বসানো থাকবে Porsche Design-এর ব্র্যান্ডিং। পিছনের দিকে Honor-এর লোগোও দেখা যাবে। এই মডেলটি দুটি রঙে আসবে মুনলাইট স্টোন এবং স্লেট গ্রে।

এছাড়া হ্যান্ডসেটটির নিচের দিকে থাকছে USB Type-C পোর্ট, স্পিকার গ্রিল ও সিম ট্রে। ডান পাশে থাকবে পাওয়ার বাটন, ভলিউম কন্ট্রোল এবং আরও একটি আলাদা বাটন, যেটা দেখে অনেকেরই Apple-এর ক্যামেরা কন্ট্রোলের কথা মনে পড়তে পারে।

অন্যদিকে Magic 8 Pro Air আলাদা স্টাইল সহ হাজির হবে। এই ফোনে থাকবে অনুভূমিক পিল-শেপ ক্যামেরা ডিজাইন, তার ভেতরেই ট্রিপল ক্যামেরা আর LED ফ্ল্যাশ মিলবে। উপরের দিকে স্পিকার গ্রিল দেওয়া হবে। ডান পাশে পাওয়ার ও ভলিউম বাটন, আর বাম দিকটা ফাঁকা থাকবে। এই মডেলটি চারটি রঙে আসবে – ফেয়ারি পার্পেল, লাইট অরেঞ্জ, ফেদার হোয়াইট, শ্যাডো ব্ল্যাক। আর Magic 8 Pro Air মাত্র ৬.১ মিলিমিটার পুরু হবে এবং ওজন থাকবে প্রায় ১৫৫ গ্রাম।