এবার অফলাইনে Nothing ফোন, ভারতে খুলছে প্রথম ফ্ল্যাগশিপ স্টোর

ভারতে নিজেদের উপস্থিতি আরও পোক্ত করতে বড় পদক্ষেপ নিতে চলেছে লন্ডনভিত্তিক টেক ব্র্যান্ড Nothing। সংস্থাটি নিশ্চিত করেছে, খুব শীঘ্রই ভারতে খুলছে তাদের প্রথম ফ্ল্যাগশিপ রিটেল স্টোর। এখনও স্টোরটির নির্দিষ্ট ঠিকানা বা উদ্বোধনের তারিখ প্রকাশ্যে আসেনি। তবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করার অর্থ, ঘোষণা খুব বেশি দূরে নয়।
অফলাইন মার্কেটে পা রাখতে চলেছে Nothing
এই ফ্ল্যাগশিপ স্টোর Nothing-এর জন্য শুধুই আরেকটা স্টোর নয়। বরং এটি হবে এমন এক জায়গা, যেখানে ব্র্যান্ড নিজেদের মতো করে প্রোডাক্ট, ডিজাইন ও ফিলোসফি গ্রাহকদের সামনে তুলে ধরতে পারবে। অনলাইন বিক্রির বাইরে এসে সরাসরি ক্রেতার সঙ্গে যোগাযোগ বাড়ানোই কোম্পানির মূল লক্ষ্য। বলা যায়, ব্র্যান্ড অভিজ্ঞতাকে হাতে-কলমে ছোঁয়ানোর চেষ্টা।
ভারত কে পাখির চোখ Nothing এর
Nothing এর ভারত নিয়ে পরিকল্পনা যে বেশ সিরিয়াস, তার প্রমাণ মিলেছে সাম্প্রতিক কয়েকটি সিদ্ধান্তে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য, Nothing এর সাব-ব্র্যান্ড CMF-কে ভারতে আলাদা আইনি সংস্থা হিসেবে নথিভুক্ত করা। এখন এর নাম CMF India Private Limited। এই সংস্থাই ভারতে CMF এর স্মার্টফোন ও ওয়্যারেবল ডিভাইসের উৎপাদন, অপারেশন এবং গবেষণা ও উন্নয়নের দায়িত্ব সামলাবে।
গত বছর সেপ্টেম্বরেই Nothing জানিয়েছিল, CMFএর পুরো স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং কার্যক্রম ভারতে স্থানান্তরিত হবে। সেই ঘোষণার কয়েক মাসের মধ্যেই ফ্ল্যাগশিপ স্টোরের খবর সামনে আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এতে স্পষ্ট, ভারতকে শুধু বিক্রির বাজার হিসেবে নয়, উৎপাদন ও ভবিষ্যৎ পরিকল্পনার কেন্দ্র হিসেবেই দেখছে সংস্থা।
ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন সম্ভবত চলতি মাসের শেষ দিকেই হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও Nothing এখনও নিশ্চিত করে কিছু বলেনি, তবে আগামী কয়েক দিন বা সপ্তাহের মধ্যেই বিস্তারিত তথ্য আসার সম্ভাবনা প্রবল।
প্রসঙ্গত, Nothing সম্প্রতি ভারতে লঞ্চ করেছে Nothing Phone 3a Community Edition। এটি একটি লিমিটেড এডিশন মডেল, যার দাম রাখা হয়েছে ২৮,৯৯৯ টাকা। এই মূল্য ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। স্পেসিফিকেশন অবশ্য মার্চ ২০২৫-এ লঞ্চ হওয়া স্ট্যান্ডার্ড Nothing Phone 3a এর মতোই।

