Amazon Great Republic Day Sale: বিপুল ছাড়ে iPhone 17 Pro, Pro Max ও iPhone Air

অ্যামাজনের আসন্ন গ্রেট রিপাবলিক ডে সেল ২০২৬ শুরু হচ্ছে ১৬ জানুয়ারি। সেল যত কাছে চলে আসছে ততই বিভিন্ন অফার সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে। সম্প্রতি এই সেলে আইফোনের উপর কি অফার পাওয়া যাবে সে সম্পর্কে জানা গেছে। যারা আইফোন কেনার কথা ভাবছিলেন, তাদের জন্য Amazon Great Republic Day Sale বিরাট সুযোগ নিয়ে এসেছে। সেলে সেপ্টেম্বর ২০২৫-এ ভারতে লঞ্চ হওয়া iPhone 17 Pro, iPhone 17 Pro Max এবং iPhone Air অনেক কম দামে কেনা যাবে।
Amazon Great Republic Day সেলে iPhone এর উপর অফার
অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলের জন্য তৈরি করা মাইক্রোসাইট থেকে জানা গেছে, তিনটি আইফোনেরই দাম কমানো হয়েছে। সঙ্গে থাকছে এসবিআই ক্রেডিট কার্ডে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এক্সচেঞ্জ বোনাস ও ক্যাশব্যাক অফারের লাভ ওঠানো যাবে।
দামের কথায় এবার আসা যাক। সেলে iPhone 17 Pro Max পাওয়া যাবে ১,৪০,৪০০ টাকায়, যেখানে এর আসল দাম ১,৪৯,৯০০ টাকা। আর iPhone 17 Pro মডেলটি ১,৩৪,৯০০ টাকার পরিবর্তে ১,২৫,৪০০ টাকায় কেনা যাবে। আর সবচেয়ে নজরকাড়া অফার iPhone Air মডেলের সাথে মিলবে। এই মডেলটির দাম ৯৯,০০০ টাকা হলেও সেলের সময় ৯১,২৪৯ টাকায় তালিকাভুক্ত থাকবে।
ফিচারের কথা বললে, তিনটি ফোনেই ব্যবহার করা হয়েছে অ্যাপলের এ১৯ প্রো চিপসেট। যদিও iPhone Air ডিভাইসটি পাতলা ও হালকা ডিজাইনের কারণে সামান্য কম শক্তিশালী চিপসেট ভার্সনের সাথে এসেছে। ক্যামেরার ক্ষেত্রেও পার্থক্য আছে। iPhone 17 Pro ও Pro Max হ্যান্ডসেটে রয়েছে ট্রিপল ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেটআপ। অন্যদিকে iPhone Air ডিভাইসে দেওয়া হয়েছে একটি ৪৮ মেগাপিক্সেল সেন্সর। সামনে অবশ্য তিনটি ফোনেই একই ১৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে।
এর আগে Amazon Great Republic Day সেলে OnePlus 15, OnePlus 15R, Samsung Galaxy A55 5G এবং Galaxy M17 5G-এর মতো ফোনের উপরেও ভালো ডিল থাকবে বলে জানা গেছে। iQOO 15 সহ Vivo সাব-ব্র্যান্ডের আরও কয়েকটি মডেলেও ছাড় দেওয়া হবে।

