Samsung Galaxy A07 5G লঞ্চ হল, 6000mAh ব্যাটারি সহ আছে 50MP ক্যামেরা

প্রত্যাশা মতো লঞ্চ হল Samsung Galaxy A07 5G। আপাতত এটি মায়ানমারে লঞ্চ হয়েছে। তবে ভারত সহ অন্যান্য বাজারেও খুব শীঘ্রই ডিভাইসটি আত্মপ্রকাশ করবে। এর দাম রাখা হয়েছে ১৫,০০০ টাকার কাছাকাছি। স্মার্টফোনটি ছয়টি বড় অ্যান্ড্রয়েড আপডেট পাবে বলে কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে। এর পাশাপাশি Samsung Galaxy A07 5G মডেলে মিলবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।

Samsung Galaxy A07 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

Samsung Galaxy A07 5G মডেলে আছে ৬.৭ ইঞ্চি পিএলএস এলসিডি ডিসপ্লে, যার রেজোলিউশন এইচডি প্লাস, রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ৮০০ নিটস। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটি সর্বোচ্চ ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ ২টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য স্যামসাং গ্যালাক্সি এ০৭ ৫জি মডেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর উপলব্ধ। আর সামনে আছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর‌ উপলব্ধ। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অপারেটিং সিস্টেম এবং IP54 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং সহ এসেছে।

Samsung Galaxy A07 5G এর দাম

মায়ানমারে ফোনটির দাম রাখা হয়েছে ৫,৪৯৯ কিয়াত, ভারতীয় টাকায় যা প্রায় ১৬ হাজার টাকার সমান। এটি লাইট ভায়োলেট ও ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে।