Vivo Y400 5G: শক্তিশালী ব্যাটারি, অ্যামোলেড ডিসপ্লে ও ফাস্ট চার্জিং ফিচারের ফোন

২০ থেকে ২২ হাজার টাকার মধ্যে যারা নতুন 5G ফোন খোঁজ করছেন, তাদের জন্য একাধিক বিকল্প আছে। তবে এই প্রতিবেদনে আমরা এই রেঞ্জের সেরা ডিভাইস Vivo Y400 5G সম্পর্কে বলবো। বর্তমানে অ্যামাজন ইন্ডিয়ায় এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২২,৯৯৯ টাকা। তবে সেল থাকায় ৩১ জানুয়ারি পর্যন্ত ডিভাইসটি প্রায় ১,৫০০ টাকা পর্যন্ত ছাড়ে পাওয়া যাচ্ছে। যদিও অফার এখানে শেষ হয়নি।
ডিসকাউন্টের সঙ্গে আছে ক্যাশব্যাক ও এক্সচেঞ্জ অফারের সুবিধা। নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে প্রায় ১,১৪৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাক মিলতে পারে। আর পুরানো ফোন এক্সচেঞ্জ করলে দাম আরও কমে যেতে পারে। যদিও এক্সচেঞ্জ ভ্যালু পুরোপুরি নির্ভর করবে আপনার ডিভাইসের অবস্থা, ব্র্যান্ড ও অ্যামাজনের এক্সচেঞ্জ পলিসির উপর।
Vivo Y400 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
Vivo Y400 5G এর সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ২৪০০×১০৮০ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস প্রায় ১৮০০ নিটস পর্যন্ত।
পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট। আর ক্যামেরা সেটআপে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সামনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আবার এতে IP68 ও IP69 রেটিং থাকায় ডিভাইসটি ডাস্ট ও ওয়াটারপ্রুফ। এদিকে সফটওয়্যারের কথা বললে, Vivo Y400 5G মডেলটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে চলে। এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, একাধিক AI ফিচার এবং 5G, ইউএসবি টাইপ সি সহ প্রয়োজনীয় সব কানেক্টিভিটি ফিচারও রয়েছে।

