Oppo A6c দশ হাজার টাকায় 120Hz ডিসপ্লে ও 6500mAh ব্যাটারি সহ লঞ্চ হল

ওপ্পো চীনে আনুষ্ঠানিকভাবে তাদের নতুন বাজেট ফোন Oppo A6c লঞ্চ করল। ডিভাইসটি দশ হাজার টাকার রেঞ্জে এসেছে। যারা বড় স্ক্রিন, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং দৈনন্দিন ব্যবহারের জন্য ভরসাযোগ্য পারফরম্যান্সের স্মার্টফোন খোঁজ করছেন, তাদের জন্য Oppo A6c উপযুক্ত। তবে এটি আসলে পুরোপুরি নতুন হ্যান্ডসেট নয়। এটি অনেকটাই Oppo A6x 4G-এর মতো ফিচার সহ এসেছে, যেটি গত বছরের শেষ দিকে কয়েকটি আন্তর্জাতিক বাজারে লঞ্চ হয়েছিল।
Oppo A6c এর স্পেসিফিকেশন ও ফিচার
Oppo A6c ফোনের সামনে দেখা যাবে ৬.৭৫ ইঞ্চি বড় এইচডি প্লাস এলসিডি স্ক্রিন। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আবার পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ চিপসেট। ডিভাইসটি ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ এসেছে। এতে ৩.৫ এমএম হেডফোন জ্যাক দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য ওপ্পো এ৬সি এর পিছনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা উপস্থিত। এই ক্যামেরা ১০৮০পি পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
Oppo A6c এর দাম
চীনে Oppo A6c এর দাম রাখা হয়েছে ৭৯৯ ইউয়ান, যা ভারতীয় মূল্যে প্রায় ১০,৩০০ টাকা। এটি ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। ডিভাইসটি অর্কিড পার্পেল এবং অলিভ গ্রিন কালার অপশনে এসেছে।

