ভারতে লঞ্চ হল ASUS ExpertBook P Series, দাম শুরু মাত্র 35990 টাকা থেকে

ভারতে রিপাবলিক ডে ২০২৬ উপলক্ষে ক্রেতাদের জন্য নতুন বিকল্প নিয়ে হাজির হল ASUS ইন্ডিয়া। জনপ্রিয় সংস্থাটি Flipkart এর সাথে হাত মিলিয়ে ASUS ExpertBook P Series এদেশে এনেছে। এই সিরিজটি মূলত পেশাদার, স্টার্টআপ, ছোট ও মাঝারি ব্যবসা এবং বড় এন্টারপ্রাইজের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। সংস্থাটি বলেছে, ExpertBook P Series ডিজাইন করা হয়েছে ‘Worry-Free Business’ অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নিয়ে। এই সিরিজে রয়েছে তিনটি মডেল – ExpertBook P1, P3 এবং P5। আর এই তিনটি মডেলের ১৪টি ভ্যারিয়েন্ট বাজারে পাওয়া যাবে।

ASUS ExpertBook P Series এর বিশেষত্ব

এই ল্যাপটপগুলোর বড় শক্তি এদের এন্টারপ্রাইজ-গ্রেড ডিউরেবিলিটি। এগুলি নিয়মিত অফিস ব্যবহার, ভ্রমণ বা দীর্ঘক্ষণ কাজের চাপ সহজেই সামলাতে পারে। সাথে রয়েছে শক্তিশালী পারফরম্যান্স, উন্নত সিকিউরিটি ফিচার এবং ভবিষ্যতে আপগ্রেড করার সুবিধা। ASUS-এর অন-সাইট সার্ভিস ও বিজনেস-গ্রেড সাপোর্ট একে সাধারণ কনজিউমার ল্যাপটপ থেকে আলাদা করে তুলেছে।

দামের দিক থেকেও রিপাবলিক ডে সেলে বেশ বড়সড় ছাড় দিচ্ছে ASUS। এই সিরিজের ল্যাপটপগুলির দাম শুরু হয়েছে মাত্র ৩৫,৯৯০ টাকা থেকে। সরাসরি ছাড় মিলছে সর্বোচ্চ ১৩.৮৫ শতাংশ পর্যন্ত, যার ফলে মোট সাশ্রয় হতে পারে প্রায় ১৬,০০০ টাকা।

এদিকে ExpertBook P1403CVA মডেলটি ৪,০০০ টাকার ছাড়ের পর ৩৫,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। দৈনন্দিন অফিস কাজ বা নতুন স্টার্টআপের জন্য এটি উপযুক্ত। আবার বেশি পাওয়ার ও মাল্টিটাস্কিং দরকার হলে ExpertBook P3405CVA বেছে নেওয়া যেতে পারে। এতে ৯,০০০ টাকা ছাড় মিলছে এবং সেলের দাম ৫৫,৯৯০ টাকা। আর যারা টপ-এন্ড পারফরম্যান্স ও AI-পাওয়ার্ড ফিচার চান, তাদের জন্য ExpertBook P5405CSA সবচেয়ে ভালো বিকল্প হয়ে। এটি ১৬,০০০ টাকা ছাড়ের পর ১,০৩,৯৯০ টাকায় কেনা যাবে।