Tecno Spark Go 3 ভারতে ৯ হাজার টাকার কমে লঞ্চ হল, নেটওয়ার্ক ছাড়াই হবে কল

টেকনো তাদের এন্ট্রি-লেভেল স্মার্টফোন সিরিজে নতুন সংযোজন হিসেবে ভারতে লঞ্চ করল Tecno Spark Go 3। এর দাম রাখা হয়েছে ৯,০০০ টাকার কম। ফিচার হিসেবে পাওয়া যাবে এইচডি প্লাস ডিসপ্লে, অক্টা কোর প্রসেসর, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এটি চারটি কালার অপশনে এসেছে। হ্যান্ডসেটটি একটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

Tecno Spark Go 3 এর দাম ও লভ্যতা

ভারতে Tecno Spark Go 3 এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৮,৯৯৯ টাকা। অনলাইনে ফোনটির বিক্রি শুরু হবে ২৩ জানুয়ারি অ্যামাজন থেকে। যদিও দেশের বিভিন্ন অফলাইন রিটেল স্টোরে ইতিমধ্যেই ফোনটি পাওয়া যাচ্ছে। এছাড়া খুব শীঘ্রই ফ্লিপকার্ট থেকেও এর বিক্রি শুরু হবে বলে জানিয়েছে সংস্থা। এটি টাইটানিয়াম গ্রে, ইঙ্ক ব্ল্যাক, গ্যালাক্সি ব্লু এবং অরোরা পার্পেল কালার অপশনে এসেছে।

Tecno Spark Go 3 এর ফিচার ও স্পেসিফিকেশন

টেকনো স্পার্ক গো ৩ এর সামনে দেখা যাবে ৬.৭৪ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট সর্বোচ্চ ১২০ হার্টজ। এটি চলে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে এবং পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে Unisoc T7250 অক্টা-কোর প্রসেসর। এর সাথে পাওয়া যাবে LPDDR4x র‍্যাম।

ক্যামেরা বিভাগের কথা বললে, এই স্মার্টফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, সঙ্গে ডুয়াল এলইডি ফ্ল্যাশ। সামনে দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে ২কে ভিডিও রেকর্ড করা যাবে। ক্রেতারা AIGC Portrait, Super Night, Vlog, টাইম-ল্যাপ্স, প্যানোরামার মতো একাধিক ক্যামেরা মোড পাবেন।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ডিভাইসে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ৪জি এলটিই, ওয়াই-ফাই এবং জিপিএস। Tecno Spark Go 3 এর আরেকটি আকর্ষণীয় ফিচার হল অফলাইন কলিংয়ের সুবিধা, যার মাধ্যমে ১.৫ কিলোমিটার রেঞ্জের মধ্যে থাকা অন্য টেকনো ব্যবহারকারীদের সঙ্গে নেটওয়ার্ক ছাড়াই যোগাযোগ করা যাবে।