বহু প্রতীক্ষিত MediaTek Dimensity 9500s ও 8500 প্রসেসর লঞ্চ হল

Mediatek বৃহস্পতিবার তাদের নতুন দুটি মোবাইল চিপসেট Dimensity 9500s এবং Dimensity 8500 লঞ্চ করেছে। যারা পারফরম্যান্স এবং এআই ফিচারের দিকে আলাদা করে নজর রাখেন, তাদের জন্য এই দুটি চিপ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ, উভয় চিপ তৈরি করার সময় জোর দেওয়া হয়েছে শক্তিশালী কোর ডিজাইন এবং জেনারেটিভ এআই সাপোর্টের দিকে। আসুন চিপসেট দুটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Mediatek Dimensity 9500s এর ফিচার
প্রথমে বলা যাক Dimensity 9500s প্রসেসরের কথা। এটি মূলত ফ্ল্যাগশিপ স্তরের একটি ৩ এনএম চিপসেট, যেখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের “All Big Core” আর্কিটেকচার। এতে আছে Cortex-X925 আল্ট্রা কোর, যার গতি ৩.৭৩ গিগাহার্টজ পর্যন্ত। এর সঙ্গে দেওয়া হয়েছে তিনটি Cortex-X4 কোর এবং চারটি Cortex-A720 কোর। গ্রাফিক্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে Immortalis-G925 জিপিইউ।
এই চিপে থাকা মিডিয়াটেক এনপিইউ আলাদা করে নজর কাড়বে। এখানে জেনারেটিভ এআই এবং এজেন্টিক এআই দুটোই সাপোর্ট করবে, ফলে ফোনেই বড় ল্যাঙ্গুয়েজ মডেল বা ইমেজ জেনারেশন চালানো সম্ভব হবে। ক্যামেরার ক্ষেত্রে Dimensity 9500s প্রসেসরে রয়েছে MediaTek Imagiq ইমেজ প্রসেসর, যা ৮কে ফুল-ফোকাস ভিডিও রেকর্ডিং, ডলবি ভিশন এইচডিআর এবং রিয়েল-টাইম মোশন ট্র্যাকিং সাপোর্ট করবে। এতে সর্বোচ্চ ৩২০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর এবং ১৮০ হার্টজ রিফ্রেশ রেটের ওয়াইড কোয়াড এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহারের সুযোগও রাখা হয়েছে।
কানেক্টিভিটির ক্ষেত্রেও পাওয়া যাবে ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৪, ডুয়াল সিম 5G থেকে শুরু করে NavIC সহ একাধিক স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম সাপোর্ট। ব্যাটারি সাশ্রয়ের জন্য আছে মিডিয়াটেক আল্ট্রাসেভ ৪.০ প্রযুক্তি।
Mediatek Dimensity 8500 এর স্পেসিফিকেশন
মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৫০০ প্রসেসরটি মিড-রেঞ্জ সেগমেন্টের জন্য আনা হয়েছে। এর জন্যেও “All Big Core” ডিজাইন ব্যবহার করা হয়েছে। এটি ৪এনএম প্রক্রিয়ায় তৈরি এবং এতে আটটি Cortex-A725 কোর রয়েছে, যেগুলির গতি সর্বোচ্চ ৩.৪ গিগাহার্টজ পর্যন্ত। গ্রাফিক্সের জন্য Mali-G720 জিপিইউ ব্যবহার করা হয়েছে, যা আগের প্রজন্মের তুলনায় প্রায় ২৫ শতাংশ ভালো পারফরম্যান্স দেবে এবং ২০ শতাংশ কম পাওয়ার খরচের করবে।
এই চিপে ৪কে ভিডিও রেকর্ডিং, ৩২০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ওয়াইড কোয়াড এইচডি প্লাস ডিসপ্লে সাপোর্ট করবে। সঙ্গে আছে মিডিয়াটেক এনপিইউ ৮৮০ যা বড় এআই মডেল চালাতে সক্ষম।

