iPhone Fold ও iPhone 18 Pro সিরিজ চলতি বছর আসছে? ফিচার ও স্পেসিফিকেশন ফাঁস

Apple স্মার্টফোন বাজারকে নতুন কিছু উপহার দিতে চলেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে ভারতে iPhone 17 Pro ও iPhone 17 Pro Max এর পাশাপাশি লঞ্চ হয় iPhone Air। পাতলা ডিজাইনের কারণে শেষের ডিভাইসটিকে নিয়ে বেশ আলোচনা হয়েছে। এবার সেই আলোচনার রেশ ধরে সামনে আসছে আরও একটি চমকপ্রদ খবর। শোনা যাচ্ছে, অ্যাপল তাদের প্রথম ফোল্ডেবল আইফোন আনতে পারে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে। আর এর নাম হতে পারে iPhone Fold। একই সঙ্গে বাজারে আসতে পারে iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max মডেল দুটি।

বিশ্লেষক জেফ পু-এর একটি ইন্ডাস্ট্রি নোট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, iPhone 18 Pro হ্যান্ডসেটে থাকতে পারে ৬.৩ ইঞ্চি ডিসপ্লে। আবার iPhone 18 Pro Max ফোনে দেখা যেতে পারে ৬.৯ ইঞ্চি স্ক্রিন।

এদিকে iPhone Fold মডেলটি খুললে ভিতরে ৭.৮ ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লে পাওয়া যাবে বলে জানা গেছে। বাইরে থাকবে ৫.৩ ইঞ্চি কভার স্ক্রিন। অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন হিসেবে এই ডিসপ্লে যথেষ্ট হিসেব করে বেছে নেওয়া বলে মনে করা হচ্ছে।

পারফরম্যান্সের জন্য তিনটি ফোনেই থাকতে পারে নতুন A20 Pro চিপসেট। এটি নাকি ২ ন্যানোমিটার প্রক্রিয়ায় তৈরি হবে এবং থাকবে একেবারে নতুন WMCM প্রযুক্তি। সঙ্গে মিলবে ১২ জিবি LPDDR5x র‍্যাম।

ক্যামেরা বিভাগেও কিছু পরিবর্তন চোখে পড়তে পারে। iPhone 18 Pro সিরিজের সামনে দেওয়া হতে পারে ১৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর iPhone Fold মডেলেও একই ধরনের ক্যামেরা থাকতে পারে, তবে দুটি আলাদা জায়গায়। একটি কভার স্ক্রিনে, আরেকটি ভিতরের স্ক্রিনে। পিছনের ক্যামেরার ক্ষেত্রে iPhone 18 Pro ডিভাইস দুটিতে থাকতে পারে তিনটি ৪৮ মেগাপিক্সেল সেন্সর। এগুলি হবে প্রাইমারি, পেরিস্কোপ ও আল্ট্রাওয়াইড ক্যামেরা। তবে iPhone Fold-এ পেরিস্কোপ ক্যামেরা না থাকার সম্ভাবনাই বেশি। পরিবর্তে থাকতে পারে ডুয়েল ৪৮ মেগাপিক্সেল সেটআপ।

নেটওয়ার্ক কানেক্টিভিটির জন্য তিনটি ফোনেই ব্যবহার করা হতে পারে অ্যাপলের নিজস্ব C2 মডেম। ফ্রেমের ক্ষেত্রে iPhone 18 Pro সিরিজে অ্যালুমিনিয়াম ব্যবহার হলেও ফোল্ডেবল মডেলে টাইটেনিয়াম ও অ্যালুমিনিয়ামের মিশ্রণ দেখা যেতে পারে। এছাড়া শোনা যাচ্ছে, Pro মডেলগুলিতে ডায়নামিক আইল্যান্ড আরও ছোট করা হতে পারে।