দাম কমলো Motorola Edge 60 Pro থেকে Moto G57 Power ফোনের

আজ থেকে শুরু হয়েছে Flipkart Republic Day Sale। আর এই সেলে অনেক কম দামে বিক্রি হচ্ছে Motorola ফোন। কোম্পানি তাদের Edge সিরিজ থেকে শুরু করে Moto G লাইনের 5G ফোনগুলির মূল্যে কাটছাঁট করেছে। তাই যারা নতুন ডিভাইস কিনতে চান তারা এই সুযোগের ফায়দা তুলতে পারেন। আসুন সেলে কোন কোন স্মার্টফোন কত দামে বিক্রি হচ্ছে জেনে নেওয়া যাক।

Motorola ফোনের দাম কমলো

Motorola Edge 60 Pro এর দাম আগে প্রায় ৩০ হাজার টাকার কাছাকাছি ছিল, তবে এখন এটি ২৫,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। এই ডিভাইসে ট্রিপল ৫০ মেগাপিক্সেল AI ক্যামেরা, ১.৫কে কোয়াড-কর্বড ট্রু কালার ডিসপ্লে, ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াট টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং আছে। সঙ্গে রয়েছে IP68 ও IP69 ওয়াটার প্রোটেকশন।

Edge 60 Fusion হ্যান্ডসেটটি সেলে ১৯,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এতে মিলবে অল কার্ভড ১.৫কে ডিসপ্লে, Sony LYTIA 700C ক্যামেরা, আইপি৬৯ রেটিং এবং MIL-STD-810H সার্টিফিকেশন। এর ভেগান লেদার ফিনিশ ভ্যারিয়েন্ট হাতে নিলে প্রিমিয়াম ফিল দেয়।

হাই বাজেট রেঞ্জে Moto G96 5G মডেলটি ১৬,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে‌। উল্লেখযোগ্য ফিচার হিসেবে রয়েছে ১৪৪ হার্টজ 3D কার্ভড পিওএলইডি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর এবং ৫০ মেগাপিক্সেল OIS Sony ক্যামেরা।

ব্যাটারির ক্ষেত্রে Moto G86 Power ও G67 Power বেছে নেওয়া উচিত হবে। প্রথম মডেলে দেওয়া হয়েছে ৬৭২০ এমএএইচ ব্যাটারি, আর G67 Power মডেলে মিলবে ৭০০০ এমএএইচ ব্যাটারি। দুটোতেই Sony ক্যামেরা এবং হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে উপস্থিত।

সবচেয়ে সাশ্রয়ী অপশন হিসেবে কিনতে পারেন Moto G57 Power, এর দাম মাত্র ১২,৯৯৯ টাকা। এতে আছে স্ন্যাপড্রাগন ৬এস জেন ৪ প্রসেসর, ৭০০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে।