Honor Watch GS 5 অ্যাডভান্স হার্ট হেলথ ফিচার ও ২৩ দিনের ব্যাটারি সহ লঞ্চ হল

Honor Watch GS 5 প্রত্যাশা মতোই আজ লঞ্চ হল।চীনে ১৯ জানুয়ারি থেকে এর প্রি-অর্ডার শুরু হবে। কোম্পানির দাবি ওয়াচটি ২৩ দিন পর্যন্ত ব্যাকআপ দেবে। এছাড়া আছে ১.৪৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, একাধিক হেলথ ট্র্যাকিং ফিচার ও রাউন্ড ডায়াল। তবে স্মার্টওয়াচটির দাম এখনও জানানো হয়নি। আসুন Honor Watch GS 5 এর সমস্ত ফিচার জেনে নেওয়া যাক।
Honor Watch GS 5 এর ডিজাইন ও ফিচার
ডিজাইনের কথা বললে, Honor Watch GS 5 মডেলে রাউন্ড ডায়াল উপস্থিত। এটি মাত্র ৯.৯ মিমি পুরু, ওজন প্রায় ২৬ গ্রাম। কোম্পানির দাবি, স্মার্টওয়াচটি ব্লুটুথ মোড সক্রিয় থাকাকালীন টানা ২৩ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে। যারা ঘনঘন চার্জ দিতে বিরক্ত, তাদের জন্য এটা আদর্শ হবে।
Honor Watch GS 5 আকর্ষণীয় হার্ট হেলথ ফিচার সহ এসেছে। এতে আছে সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট স্ক্রিনিং, যাকে কোম্পানি ইন্ডাস্ট্রির প্রথম বলেই তুলে ধরছে। এই ফিচার হার্ট রিদম এবং বিভিন্ন সিগন্যাল বিশ্লেষণ করে সম্ভাব্য ঝুঁকি আগেভাগে ধরতে সাহায্য করে। সঙ্গে রয়েছে কার্ডিওভাসকুলার রিস্ক অ্যাসেসমেন্ট, যা হৃদযন্ত্রের সামগ্রিক অবস্থার ওপর নজর রাখবে।
এছাড়া নিয়মিত হেলথ ট্র্যাকিং ফিচারও পাওয়া যাবে। যার মধ্যে আছে কনটিনিউয়াস হার্ট রেট মনিটরিং, SpO2 ট্র্যাকিং, স্ট্রেস মনিটরিং এবং স্লিপ অ্যানালিসিস। সেন্সরের পুরো তথ্য এখনো প্রকাশ করা হয়নি, তবে মনে করা হচ্ছে আগের GS মডেলের মাল্টি-চ্যানেল সেন্সর সিস্টেমকে আরও উন্নত করা হয়েছে।
স্মার্ট ফিচারের দিক থেকেও Honor Watch GS 5 পিছিয়ে নেই। ফ্লাইট, হাই-স্পিড ট্রেন এবং ট্যাক্সি সংক্রান্ত স্মার্ট রিমাইন্ডার এতে দেওয়া হয়েছে। এতে ১.৪৩ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন পাওয়া যাবে।

