দাম শুরু 5499 টাকা থেকে, Flipkart Republic Day সেলে লঞ্চ হল THOMSON এর 32 ইঞ্চি JIO Tele OS TV

Flipkart Great Republic Day Sale উপলক্ষে বড় ঘোষণা করল THOMSON। গতকাল অর্থাৎ ১৭ জানুয়ারি, ২০২৬ থেকে শুরু হওয়া এই সেলে সংস্থাটি স্মার্ট টিভির ওপর লোভনীয় ডিল নিয়ে হাজির হয়েছে। পাশাপাশি তারা নতুন ৩২ ইঞ্চি টিভি লঞ্চ করেছে। তাই আপনি যদি এই সময়ে কম বাজেটে নতুন টিভি খোঁজ করে থাকেন তাহলে সেলের অফার কাজে লাগাতে পারেন। এই সেলে সংস্থার স্মার্ট টিভির দাম শুরু হচ্ছে মাত্র ৫,৪৯৯ টাকা থেকে।
THOMSON এই সেলে তাদের প্রায় পুরো স্মার্ট টিভি রেঞ্জকেই ডিসকাউন্টের আওতায় এনেছে। বাজেট সেগমেন্টের ক্রেতা থেকে শুরু করে যারা প্রিমিয়াম মডেল চান, সকলের জন্যই আলাদা আলাদা অপশন রাখা হয়েছে। আর প্রতিটি সেগমেন্টের টিভির দাম কমিয়েছে সংস্থাটি। ফলে এই সুযোগ হাতছাড়া করা উচিত হবে না।
এছাড়া Flipkart Republic Day সেলে লঞ্চ হয়েছে ব্র্যান্ডের নতুন ৩২ ইঞ্চি JIO Tele OS টিভি। ভারতীয় ইউজারদের কথা মাথায় রেখেই এই মডেল তৈরি করা হয়েছে। সহজ ইন্টারফেস, ফাস্ট পারফরম্যান্স এবং জনপ্রিয় OTT অ্যাপের সাপোর্ট হল এই টিভির বিশেষত্ব।
ব্র্যান্ডটি ইতিমধ্যেই Mini QD LED এবং MEMEC টিভিও বাজারে এনেছে। কোয়ান্টাম ডট প্রযুক্তি এবং Mini LED ব্যাকলাইটিংয়ের কারণে এই টিভিগুলিতে উজ্জ্বল ছবি, ডিপ ব্ল্যাক কালার এবং নিখুঁত কালার অ্যাকুরেসি পাওয়া যাবে। কোম্পানির দাবি, এই সিরিজ প্রিমিয়াম সিনেম্যাটিক অভিজ্ঞতা দেবে, কিন্তু দাম রয়েছে তুলনামূলকভাবে অনেকটাই হাতের নাগালে।
রিপাবলিক ডে সেলে THOMSON টিভির দাম ইতিমধ্যে সামনে এসেছে। সেলে ৭৫ ইঞ্চি টিভি মিলবে ৯৪,৯৯৯ টাকা থেকে। ৬৫ ইঞ্চি শুরু হচ্ছে ৪০,৯৯৯ টাকা থেকে। ৫৫ ইঞ্চি ২২,৯৯৯ টাকায়, ৫০ ইঞ্চি ২৪,৯৯৯ টাকায় এবং ৪৩ ইঞ্চি টিভি ১৪,৪৯৯ টাকায় পাওয়া যাবে। ছোট স্ক্রিন সাইজের মধ্যে ৪০ ইঞ্চি টিভি ১২,৯৯৯ টাকায়, ৩২ ইঞ্চি টিভি ৬,৯৯৯ টাকায় এবং ২৪ ইঞ্চি টিভি কেনা যাবে মাত্র ৫,৪৯৯ টাকায়।

