স্মার্টফোনের পর আপনার জীবন স্মার্ট করতে বৈদ্যুতিন গাড়ির ব্যবসায় নামছে Xiaomi

তিন-চার দিন আগেই নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র সংবাদসংস্থা রয়টার্স-কে জানিয়েছিল, বৈদ্যুতিন গাড়ি আনার দৌড়ে Xiaomi-ও সামিল হতে চলেছে। খবরটি প্রকাশিত হওয়ার পরেও অবশ্য জনপ্রিয়…

তিন-চার দিন আগেই নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র সংবাদসংস্থা রয়টার্স-কে জানিয়েছিল, বৈদ্যুতিন গাড়ি আনার দৌড়ে Xiaomi-ও সামিল হতে চলেছে। খবরটি প্রকাশিত হওয়ার পরেও অবশ্য জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ডটির তরফে কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে আজ যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে শাওমি স্মার্ট ইলেকট্রিক ভেহিকেল ব্যবসায় পা রাখার কথা সরকারি ভাবে ঘোষণা করলো। শাওমি জানিয়েছে, সম্পূর্ণ মালিকানাধীন একটি সাবসিডিয়ারি ব্র্যান্ডের মাধ্যমে তারা বৈদ্যুতিন গাড়ির ব্যবসা পরিচালনা করবে।

আগামী দশ বছরে মোট ১০ বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা নিয়ে, শাওমি প্রাথমিক ভাবে বৈদ্যুতিক গাড়ি ব্যাবসার জন্য গঠিত সহযোগী প্রতিষ্ঠানে ১০ বিলিয়ন ইউয়ান (১.৫ বিলিয়ন ডলার) বিনিয়োগ করবে। শাওমি শেয়ারহোল্ডার ও সম্ভাব্য বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেছে, কোম্পানির বর্তমান সিইও লেই জুন (Lei Jun) ইলেকট্রিক ভেহিকেল ডিভিশনের সিইও হিসেবে নিযুক্ত হবেন।

শাওমি আরও বলেছে, তারা বিশ্বের সবাইকে যে কোনো সময়, যে কোনো জায়গায়, স্মার্ট জীবনযাপন উপভোগ করতে দিতে স্মার্ট বৈদ্যুতিক যানবাহন অফার করার ব্যাপারে আশাবাদী। এছাড়া আজ সন্ধ্যায় কোম্পানির মেগা লঞ্চ ইভেন্টের পার্ট টু-তে নতুন ব্যবসা নিয়ে আরও ডিটেলস প্রকাশ হবে বলে শাওমি জানিয়েছে।

নিজস্ব ব্র্যান্ডের অধীনে বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য শাওমি চীনের অটোমোবাইল মেকার গ্রেট ওয়াল মোটোর কোম্পানি লিমিটেড (Great Wall Motor Company Limted) এর সাথে হাত মেলানোর কথা ভাবছে বলে খবর। যদিও এরকম কোনো পার্টনারশিপ নিয়ে শাওমির সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে গ্রেট ওয়াল মোটরস এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানিয়েছিল।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন