Oppo A95 5G এর দাম কত হবে? আসছে পাওয়ারফুল ব্যাটারি ও ৪৮ এমপি ক্যামেরার সাথে

সাম্প্রতিক অতীতে PELM00 মডেল নম্বর সহ Oppo-র একটি ফোন চীনের 3C ও TENAA অথোরিটির ছাড়পত্র পেয়েছিল।‌ সংবাদটি সামনে আসার পর থেকেই জল্পনা চলতে থাকে এটি…

সাম্প্রতিক অতীতে PELM00 মডেল নম্বর সহ Oppo-র একটি ফোন চীনের 3C ও TENAA অথোরিটির ছাড়পত্র পেয়েছিল।‌ সংবাদটি সামনে আসার পর থেকেই জল্পনা চলতে থাকে এটি অপ্পোর ঘরেলু মার্কেটে Reno 5 Lite 5G নামে লঞ্চ হতে পারে। তবে চায়না টেলিকমের প্রোডাক্ট লাইব্রেরি যাবতীয় জল্পনায় জল ঢেলে দিল। PELM00 মডেল নম্বরের ফোনটি চীনে A95 5G নামে আসবে বলে চায়না টেলিকমের প্রোডাক্ট লাইব্রেরির লেটেস্ট লিস্টিং থেকে জানা গিয়েছে। শুধু তাই নয়, ফোনটির স্পেসিফিকেশন ও দামও এখান থেকে সামনে এসেছে।

Oppo A95 5G স্পেসিফিকেশন ও দাম (সম্ভাব্য)

অপ্পো এ৯৫ ৫জি ফোনটি ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে (১০৮০x২৩৪০ পিক্সেল) সহ আসবে। ডিসপ্লের প্রকৃতি প্রোডাক্ট লাইব্রেরির লিস্টিংয়ে উল্লেখ হয়নি। তবে মনে হচ্ছে অ্যামোলেড ডিসপ্লের পাশাপাশি এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এমবেড থাকতে পারে। অপ্পো এ৯৫ ৫জি ফোনের ওজন হবে ১৭৩ গ্রাম ও পরিমাপ ১৬০.১x৭৩.৪x৭.৮ মিমি।

Oppo A95 5G ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে। ক্যামেরা তিনটির রেজোলিউশন হবে ৪৮+৮+২ মেগাপিক্সেল। আবার ডিসপ্লের পাঞ্চ হোলে দেখা যাবে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে ৪,৩১০ এমএএইচ ব্যাটারি থাকবে৷ এটি ৩০ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট করতে পারে।

এছাড়া অপ্পো এ৯৫ ৫জি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ইউ চিপসেটে চলবে৷ ৮ জিবি র‌্যাম সহ ফোনটি ১২৮/২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হবে। উল্লেখ্য, ভারতে লঞ্চ হওয়া অপ্পো এফ১৯ প্রো+ ৫জি হ্যান্ডসেটের সাথে অপ্পো এ৯৫ ৫জি-র বেশ মিল রয়েছে। পার্থক্য বলতে অপ্পো এফ১৯ প্রো+ ৫জি রিয়ার ক্যামেরাতে একটি অতিরিক্ত সেন্সর পেয়েছে।

ফোনটির ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম হতে পারে ২,৩৯৯ ইউয়ান (২৭,২৬০ টাকা) ও ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজের দাম ২,৫৯৯ ইউয়ান (২৯,৫৩৩ টাকা) হওয়ার সম্ভাবনা আছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন