বিনামূল্যে ৮ সপ্তাহের অনলাইন কোর্স করাচ্ছে ইসরো, মিলবে সার্টিফিকেটও

রিমোট সেন্সিং এবং জিআইএস টেকনোলজি অ্যাপ্লিকেশনের উপর ভারতের ইন্ডিয়ান রিসার্চ রিমোট সেন্সিং এবং ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো একটি নতুন শর্ট টার্ম অনলাইন কোর্সের ঘোষণা…

রিমোট সেন্সিং এবং জিআইএস টেকনোলজি অ্যাপ্লিকেশনের উপর ভারতের ইন্ডিয়ান রিসার্চ রিমোট সেন্সিং এবং ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো একটি নতুন শর্ট টার্ম অনলাইন কোর্সের ঘোষণা করেছে। ইউনিভার্সিটির ফ্যাকাল্টি মেম্বার এবং তাদের অধীনে থাকা কলেজের বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন সরকারি সংস্থায় কর্মরত কর্মীদের জন্য এই কোর্স আনা হয়েছে।

প্রতিবছর ইসরো ন্যাশনাল ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেমের সহায়তায় একটি সার্টিফিকেট কোর্সের আয়োজন করে যার সময়সীমা থাকে ৮ সপ্তাহ। লকডাউন চলাকালীন এবছর এই কোর্স আয়োজন করা সম্ভব হচ্ছে না। তার পরিবর্তে ইসরো নিয়ে এসেছে রিমোট সেন্সিং এবং জিআইএস টেকনোলজি অ্যাপ্লিকেশনের কোর্স।

তারিখ যেগুলো আপনার জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজন-

• অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ- ৮জুন, ২০২০, বিকেল ৫:৩০
• কোর্স শুরু হবে – ১৩ জুন
• কোর্সের শেষ তারিখ – ১ জুলাই

কারা কারা এই কোর্স করতে পারবেন-

• আন্ডারগ্রাজুয়েট কাউন্সিল অ্যাপ্রুভাল পাওয়া কলেজের ফ্যাকাল্টি মেম্বার অথবা শিক্ষক।
• রাজ্য অথবা কেন্দ্রীয় সরকারি সংস্থার বিজ্ঞানী ফ্যাকাল্টি, মেম্বার, ইঞ্জিনিয়ার, অফিসার, টেকনিক্যাল স্টাফ।
প্রত্যেককে এই কোর্সের জন্য লগইন করতে গেলে তাদের এম্প্লয়মেন্টের প্রমাণ দিতে হবে। তার সাথে যে কোম্পানিতে সে কাজ করছে সেই কোম্পানির একটি অনুমতি পত্র দিতে হবে।

কি কি প্রয়োজন লাগবে এই কোর্সের জন্য-

• কম্পিউটার অথবা ল্যাপটপ, অবশ্যই উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলতে হবে।
• ওয়েব ক্যামেরা
• হেডফোন এবং মাইক্রোফোন
• স্পিকার
• এনকেএন বা অন্য যেকোন হাই স্পিড ইন্টারনেট ব্যবস্থা।
এই কোর্সটি মূলত করা হচ্ছে সরকারি সংস্থার ফ্যাকাল্টি মেম্বারদের আর এস এবং জিআইএস টেকনোলজির ব্যাপারে জানাতে।

এই কোর্সে রিমোট সেন্সিং, ইমেজ প্রসেসিং, জিপিএস, জিআইএস টেকনোলজি, এবং তার অ্যাপ্লিকেশন ছাড়াও বিভিন্ন ধরনের স্থান যেমন এগ্রিকালচার, কোস্টাল, সমুদ্রবিজ্ঞান, ফরেস্ট রেসোর্স, ইকো সিস্টেম অ্যানালিসিস, জিও সায়েন্স, আরবান এবং রিজোনাল স্টাডিজ, ওয়াটার রিসোর্স, ন্যাচারাল হ্যাজার্ড এবং ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্টের উপর লক্ষ্য রাখা হবে।

সার্টিফিকেট-

এই কোর্সে একটি অনলাইন পরীক্ষা নেওয়া হবে। কোর্সে অংশগ্রহণকারী প্রত্যেকে এই পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষায় পাশ করার একটি নম্বর রয়েছে এবং কোর্স সার্টিফিকেট পেতে গেলে আপনাকে ন্যূনতম উপস্থিতি রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *