OnePlus Nord ব্যবহারকারীদের জন্য সুখবর, একাধিক সমস্যার সমাধান নিয়ে এল নতুন আপডেট

OnePus সম্প্রতি Nord 5G স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য অ্যান্ড্রয়েড ১১ বেসড অক্সিজেনওএস ১১-এর স্টেবল আপডেট রোলআউট শুরু করেছিল৷ এক মাস যেতেই ওয়ানপ্লাস ফের একবার নর্ড ইউজারদের…

OnePus সম্প্রতি Nord 5G স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য অ্যান্ড্রয়েড ১১ বেসড অক্সিজেনওএস ১১-এর স্টেবল আপডেট রোলআউট শুরু করেছিল৷ এক মাস যেতেই ওয়ানপ্লাস ফের একবার নর্ড ইউজারদের জন্য নতুন আপডেট নিয়ে হাজির হল৷ তবে এবার এটি ওপেন বিটা আপডেট হিসেবে রোলআউট হচ্ছে৷ অক্সিজেন ওএস ১১ ওপেন বিটা ৫ (OxygenOS Open Beta 5) নামের এই আপডেট সিস্টেম, নেটওয়ার্ক ও ক্যামেরা ফিক্স-সহ আসছে৷ আসুন আপডেটের বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক৷

OxygenOS Open Beta 5 : চেঞ্জলগ

ওয়ানপ্লাস নতুন আপডেটে নর্ডের ক্যামেরা সর্ম্পকিত একাধিক সমস্যার সমাধান করেছে৷ নর্ড ইউজারেরা ভিডিও রেকর্ডিং করার সময় ফ্রেম ড্রপের অভিযোগ করছিলেন৷ নতুন আপডেটে সমস্যাটি ফিক্স করা হয়েছে৷ আবার নাইটস্কেপ ট্রাইপড মোডে ক্যামেরা প্রিভিউ যথাযথভাবে প্রদর্শিত না হওয়ার যে সমস্যা দেখা যাচ্ছিল, তারও সমাধান নতুন আপডেটের মধ্যে রয়েছে৷

ওপেন বিটা ৫ আপডেটের সাথে, ব্যবহারকারীরা এখন ওয়াইফাই নেটওয়ার্ক আরও দ্রুতগতিতে কানেক্ট করতে পারবেন৷ এছাড়াও, ওয়্যারলেস নেটওয়ার্ক ডিটেক্ট করার ক্ষমতাও নতুন আপডেট বৃদ্ধি করবে৷ আবার ওটিজি-তে ফাইল কপি করার সময় ডিসপ্লের অস্বাভাবিক সমস্যাটিও ওয়ানপ্লাস ফিক্স করেছে৷

OxygenOS Open Beta 5 ইনস্টল করার আগে যে বিষয়গুলি মাথায় রাখবেন

ওয়ানপ্লাস বলছে, ইউজারেরা ডেটা হারানোর ভয় ছাড়াই অক্সিজেনওএস-এর ওপেন বিটা ভার্সনে আপডেট করতে পারবেন৷ তবে সাবধানের মার নেই! তাই আপডেট করার আগে ওয়ানপ্লাস পার্সোনাল ডেটা ব্যাকআপ করে রাখার উপদেশ দিচ্ছে৷ এছাড়াও, ওয়ানপ্লাস জানিয়েছে, বিটা বিল্ড হওয়ায় জন্য স্টেবল বিল্ডের মতো এটি ততটাও ভাল হবে না৷ আবার ইনস্টল করার পর পূর্বের স্টেবল বিল্ডে ফিরে যেতে চাইলে ফুল ইনস্টল এবং ক্লিন ফ্ল্যাশের প্রয়োজন পড়বে, যার অর্থ সমস্ত ডেটা এবং ক্যাম মেমোরি মুছে যাবে৷ তাই একটু ভেবে ওপেন বিটা ভার্সনে স্যুইচ করার পরামর্শ কোম্পানি দিচ্ছে৷

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন