Lenovo আনছে তাদের প্রথম 5G ট্যাবলেট Tab M10 5G

ভারতীয় ট্যাবলেট মার্কেটে Lenovo সম্প্রতি Samsung ও Apple কে টপকে প্রথম স্থান অধিকার করেছে। তাই এই জনপ্রিয়তা ধরে রাখতে চিনা কোম্পানিটি এবার তাদের প্রথম 5G…

ভারতীয় ট্যাবলেট মার্কেটে Lenovo সম্প্রতি Samsung ও Apple কে টপকে প্রথম স্থান অধিকার করেছে। তাই এই জনপ্রিয়তা ধরে রাখতে চিনা কোম্পানিটি এবার তাদের প্রথম 5G ট্যাবলেট লঞ্চ করার পরিকল্পনা নিচ্ছে। Lenovo Tab M10 5G নামের এই ট্যাবলেটকে গতকালই Geekbench-এর ডেটাবেসে দেখা গেছে। আজ একে গুগল প্লে কনসোলেও (Google Play Console) অন্তর্ভুক্ত করা হল। লেনোভো ট্যাব এম১০ ৫জি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯০ প্রসেসর সহ আসবে বলে জানা গেছে।

গুগল প্লে কনসোল লিস্টিং অনুযায়ী, Lenovo Tab M10 5G এর মডেল নম্বর TB-X607Z। এছাড়া জানা গেছে, এই ট্যাবলেটের চারপাশে হালকা বেজেল আছে। আবার ফোনটি ৬ জিবি র‌্যাম সহ পাওয়া যাবে। এর ডিসপ্লে রেজোলিউশন হবে ১২০০ x ১৯২০ পিক্সেল এবং ডেন্সিটি হবে ২৪০ পিপিআই।

Lenovo-Tab-M10-5G-TB-X607Z-Google-Play-Console

আবার লেনোভো ট্যাব এম১০ ৫জি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমের চলবে। এতে Snapdragon SM6350 মডেল নম্বরের প্রসেসর থাকবে, যাকে আমরা স্ন্যাপড্রাগন ৬৯০ বলে জানি। সাথে থাকবে এড্রেনো ৬১৯ জিপিইউ। যদি এছাড়া ট্যাবলেটটির ডিসপ্লে সাইজ বা ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে কোনো তথ্য এখান থেকে সামনে আসেনি।

গতকাল গিকবেঞ্চ থেকেও প্রায় একই তথ্য জানা যায়। তবে এখানে Lenovo Tab M10 5G ৪ জিবি র‌্যাম সহ ‌অন্তর্ভুক্ত ছিল। বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে ট্যাবলেটটি সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে‌ যথাক্রমে স্কোর করেছে ২৬৬৯ ও ৬৪৮৫। এছাড়াও এতে ব্যবহৃত প্রসেসরের বেস ফ্রিকুয়েন্সি হবে ১.৭১ গিগাহার্টজ।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন