Vivo Y76s মিড রেঞ্জে ১৮ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে বাজারে আসছে

Vivo শীঘ্রই তাদের Y সিরিজের একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনের নাম Vivo Y76s। সম্প্রতি ফোনটিকে IMEI এবং CEIR India- র ওয়েবসাইটে অন্তর্ভুক্ত…

Vivo শীঘ্রই তাদের Y সিরিজের একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনের নাম Vivo Y76s। সম্প্রতি ফোনটিকে IMEI এবং CEIR India- র ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এবার ভিভো ওয়াই৭৬এস চীনের 3C সার্টিফিকেশন ছাড়পত্র পেল। ফলে বলার অপেক্ষা রাখেনা ফোনটি শীঘ্রই বাজারে আসবে। আসুন Vivo Y76s ফোন সম্পর্কে কি কি তথ্য সামনে এসে জেনে নিই…

3C সার্টিফিকেশন সাইটে ভিভো ওয়াই৭৬এস কে Vivo V2111A মডেল নম্বর সহ দেখা গেছে। CEIR India ওয়েবসাইটেও ফোনটি একই মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত ছিল‌। 3C লিস্টিং থেকে জানা গেছে, এতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট (9V, 2A) করবে। এছাড়াও ডিভাইসটি ১০ ওয়াট (5V, 2A) চার্জিং স্পিডে চার্জ হবে।

এছাড়া Vivo Y76s ফোনের ডিসপ্লে, প্রসেসর, ব্যাটারি ও ক্যামেরা সম্পর্কিত তথ্য অজানা। তবে আশা করা যায় শীঘ্রই এই ফোনকে অন্যান্য সার্টিফিকেশন সাইটেও দেখা যাবে এবং বাকি স্পেসিফিকেশন প্রকাশ্যে আসবে। CEIR India থেকে জানা গিয়েছিল এই ফোনে 4G কানেক্টিভিটি সাপোর্ট করবে।

এই ফোনটি ছাড়াও IMEI এবং CEIR India সাইটে Y সিরিজের Vivo Y53L ফোনটিকেও স্পট করা হয়েছে। এতেও 4G কানেক্টিভিটি থাকবে। আশা করা যায় দুটি ফোনই মিড রেঞ্জে লঞ্চ হবে। এখন দেখার ভিভো কত তাড়াতাড়ি ফোন দুটির ঘোষণা করে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন