Asus Zenfone 8 ভারতে আসতে পারে Asus 8Z নামে, জানুন কারণ

মাত্র দুদিন আগেই বিশ্ববাজারে লঞ্চ হয়েছে Asus-এর দীর্ঘ প্রতীক্ষিত নতুন স্মার্টফোন সিরিজ Zenfone 8; এই সিরিজের আওতায় তাইওয়ানের জনপ্রিয় কোম্পানিটি Zenfone 8 এবং Zenfone 8…

মাত্র দুদিন আগেই বিশ্ববাজারে লঞ্চ হয়েছে Asus-এর দীর্ঘ প্রতীক্ষিত নতুন স্মার্টফোন সিরিজ Zenfone 8; এই সিরিজের আওতায় তাইওয়ানের জনপ্রিয় কোম্পানিটি Zenfone 8 এবং Zenfone 8 Flip নামের দুটি হ্যান্ডসেট চালু করেছে। এই ফোনগুলি খুব শীঘ্রই ভারতের বাজারেও উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে। কিন্তু এদেশে পা রাখার আগেই নিজের নাম নিয়ে বিধিনিষেধের গেরোয় পড়েছে Asus Zenfone 8। জল এতদূর অবধি গড়িয়েছে যে, এই ফোনটি নাম বদল করলে তবেই ইন্ডিয়ান মার্কেটে এটির লঞ্চ সম্ভব হবে বলে অনেকে মনে করছেন।

যারা জানেন না তাদের বলে রাখি, ২০১৯ সালে Asus-এর বিরুদ্ধে একটি ব্র্যান্ডিং মামলা দায়ের হয় (Zen Mobile এর তরফ), যার জেরে সংস্থাটি তার Zenfone 6 মডেলটিকে Asus 6Z নামে ভারতে লঞ্চ করতে বাধ্য হয়। রিপোর্ট অনুযায়ী, Asus এখনো পর্যন্ত এই মামলাটির নিষ্পত্তি করেনি, যার ফলে নতুন ডিভাইসের লঞ্চে বিঘ্ন দেখা দিতে পারে। সেক্ষেত্রে সংস্থাটি Zenfone 8-কেও Asus 8Z রূপে আনতে পারে বলে মনে হচ্ছে। এমনকি গুগল প্লে-র সাপোর্টিং ডিভাইস লিস্টও একই ইঙ্গিত দিচ্ছে। কয়েকদিন আগেই Asus Zenfone 8-এর ভারতীয় সংস্করণটি কে Asus_I006D মডেল নম্বরসহ গুগল প্লে কনসোলে দেখা যায়। সেখানে ফোনটির নাম Asus 8Z উল্লেখ ছিল।

Asus Zenfone 8-এর স্পেসিফিকেশন বা ফিচার:

আসুস জেনফোন ৮ ফোনে হোল-পাঞ্চ কাটিংসহ ৫.৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস E4 AMOLED ডিসপ্লে রয়েছে, যা Samsung দ্বারা নির্মিত। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ১১০০ নিট। Zenfone 8 ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে, সাথে আছে অ্যাড্রিনো ৬৬০ জিপিইউ। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ZenUI 8 ওএস-এ চলবে। আবার এটি আইপি৬৮ রেটিং সহ আসায়, জল ও ধুলো প্রতিরোধ করবে। ফটোগ্রাফির জন্য, এই ফোনের পেছনে ৬৪ মেগাপিক্সেল Sony IMX686 প্রাইমারি সেন্সরসহ ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এক্ষেত্রে ক্যামেরা মডিউলের অপর ক্যামেরা সেন্সর হিসেবে ডুয়েল PDAF যুক্ত ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স (অ্যাপারচার এফ/২.২) দেখা যাবে। সেলফি ও ভিডিও কলের জন্য আছে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

আগ্রহীরা ফোনটির ৬ জিবি, ৮ জিবি ও ১৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট বিকল্প হিসেবে পাবেন, যেখানে ইন্টারনাল স্টোরেজ হিসাবে দুটি অপশন আছে- ১২৮ জিবি ও ২৫৬ জিবি। অন্যদিকে পাওয়ারের জন্য এতে ৪,০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি এবং ৩০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা উপলব্ধ। কানেক্টিভিটি বা অন্যান্য ফিচারের কথা বললে এই ফোনে আছে, ৫জি (5G), ইউএসবি টাইপ-সি পোর্ট, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, জিপিএস, ৩.৫মিমি অডিও জ্যাক, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, দুটি স্পিকার, তিনটি মাইক্রোফোন, এবং ওজো (OZO) অডিও প্রযুক্তিও। এছাড়া ফোনটির পরিমাপ ১৪৮x৬৮.৫x৮.৯ মিলিমিটার এবং ওজন ১৬৯ গ্রাম।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন