Honor P50 হবে স্ন্যাপড্রাগন 778G 5G প্রসেসরের প্রথম ফোন, থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা

Honor তাদের P50 সিরিজ শীঘ্রই বাজারে আনবে। এই সিরিজের বেস ভ্যারিয়েন্ট Honor P50 চলতি মাসেই লঞ্চ হতে পারে। যদিও Pro ভ্যারিয়েন্ট জুলাইয়ে আসবে বলে জানা…

Honor তাদের P50 সিরিজ শীঘ্রই বাজারে আনবে। এই সিরিজের বেস ভ্যারিয়েন্ট Honor P50 চলতি মাসেই লঞ্চ হতে পারে। যদিও Pro ভ্যারিয়েন্ট জুলাইয়ে আসবে বলে জানা গেছে। তবে অনার কে তাদের আসন্ন সিরিজ নিয়ে কিছু বলতে শোনা যায়নি। কিন্তু এই সিরিজের ফোনগুলি নিয়ে প্রায় প্রতিদিনই নতুন নতুন তথ্য সামনে আসছে। যেমন আজ অনার পি৫০ ফোনটির প্রসেসর সম্পর্কে জানা গেল। এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি ৫জি (Qualcomm Snapdragon 778G 5G) প্রসেসরের প্রথম ফোন হতে পারে।

টিপস্টার, ডিজিটাল চ্যাট স্টেশন, IT Home কে জানিয়েছেন, Honor P50 ফোনটি স্ন্যাপড্রাগন ৭৭৮জি ৫জি প্রসেসরের প্রথম ফোন হবে। যদিও কোয়ালকম এই প্রসেসরটি এখনও লঞ্চ করেনি। তবে টিপস্টার বলেছেন, এই প্রসেসর আর কয়েকদিনের মধ্যে বাজারে আসবে। এটি ৬ এনএম প্রসেসে নির্মিত হবে, যার ক্লক স্পিড থাকবে ২.৪ গিগাহার্টজ। আবার জিপিইউ হিসাবে থাকবে অ্যাড্রেনো ৬৪২এল।

এর আগে শোনা গিয়েছিল, অনার ৫০ স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর ব্যবহার করা হবে। এদিকে IT Home তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে, এই ফোনের মডেল নম্বর NTH-AN00, যাকে কয়েকদিন আগেই 3C সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল। এই ফোনে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আবার Honor P50 ফোনে ৬.৭৯ ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লের রেসোলিউশন হবে 2K। আবার এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটির পিছনে দেখা যেতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ। যদিও ক্যামেরা স্পেসিফিকেশন জানা যায়নি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন